রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে গত আড়াই বছর ধরে দলীয় কোন্দলের জেরে একদিনের জন্যেও সংঘর্ষের বিরাম নেই আরামবাগে। মহকুমার চারটি থানা গোঘাট, আরামবাগ, খানাকুল এবং পুড়শুড়ায় প্রতিদিনই এ ধরনের কোনও না কোনও অভিযোগ দায়ের হচ্ছে। সংখ্যাটা দিনে গড়ে ৩-৪টি হবে বলে পুলিশেরই একটি সূত্র দাবি করেছে। ব্যতিক্রম হয়নি বৃহস্পতিবারও। এ দিন আরামবাগের গৌরী গ্রামে দুই নেতার বিবাদের জেরে লাঠালাঠিতে এক মহিলা-সহ ৪ জনের মাথা ফেটেছে। তাঁরা সকলেই আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি।
|
জখমদের চিকিত্সা চলছে হাসপাতালে। —নিজস্ব চিত্র। |
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একশো দিনের প্রকল্পে একটি নিকাশি নালা তৈরি করাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। এক তৃণমূল নেতা নিরঞ্জন দলুইয়ের দাবি করেন, যতটা জমি নিয়ে নালা হওয়ার কথা, তাঁর থেকে আরও বেশি জমি নেওয়া হয়েছে। অভিযোগ, এই অজুহাতে কাজে বাধা দেন নিরঞ্জনবাবু ও তাঁর অনুগামীরা। অন্য দিকে, গৌরহাটি ১ পঞ্চায়েতের সদস্য তৃণমূলের উত্পল হাজরার বক্তব্য, ঠিক জায়গাতেই নালা তৈরি হচ্ছিল। কোনও অতিরিক্ত জমি দখল হয়নি। এই নিয়েই দু’পক্ষের মারপিট বাধে। খবর পেয়ে পুলিশ আসে। উত্পলবাবু-সহ ও আরও দুই অনুগামীকে গ্রেফতার করে পুলিশ। |