আপাতত পিছিয়ে গেল ইন্ডিয়ান অয়েলের ১০% শেয়ার বিক্রি। অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বে গড়া সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠী বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে।
বাজার দর ভাল না-থাকায় এই মুহূর্তে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটির আর এক দফা শেয়ার বিক্রি নিয়ে বুধবারই আপত্তি জানিয়েছিল তেল মন্ত্রক। সংশ্লিষ্ট সূত্রের খবর, বৃহস্পতিবার আন্তঃ-মন্ত্রক বৈঠকে সেই উদ্বেগের কথাই জানায় তারা। সেই পরিপ্রেক্ষিতেই আজ শেয়ার বিক্রি পিছিয়ে দিল মন্ত্রিগোষ্ঠী। তেলমন্ত্রী বীরাপ্পা মইলি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান। কেন্দ্রের হাতে আছে সংস্থার ৭৮.৯২% শেয়ার (৩০ জুন পর্যন্ত হিসেবে)।
সংশ্লিষ্ট সূত্রে খবর, ঢিমেতালে চলা বাজারে শেয়ার বেচতে রাজি ছিল না তেল মন্ত্রক। প্রসঙ্গত, বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জে বাজার বন্ধের সময়ে ইন্ডিয়ান অয়েল (আইওসি) শেয়ারের দাম ছিল ১৯৮.৯৫ টাকা। এই দরে বাজারে আইওসি-র শেয়ার মূল্য ৪৮ হাজার কোটি টাকার মতো। এর মধ্যে অয়েল ইন্ডিয়া এবং ওএনজিসি-তে আইওসি-র ৭.৬৯% মালিকানা বাবদ ১৮ হাজার কোটি টাকার শেয়ার মূল্যও ধরা হয়েছে। ফলে শুধু আইওসি শেয়ারের বাজার মূল্য দাঁড়াচ্ছে ৩০ হাজার কোটি টাকা। তেল মন্ত্রক সূত্রে খবর, এটা ওড়িশার পারাদীপে সংস্থার ১.৫ কোটি টন উৎপাদন ক্ষমতার শোধনাগার গড়ার জন্য প্রয়োজনীয় লগ্নির অঙ্কের থেকেও কম। এর আগেও মইলি বলেছিলেন, গত ৫২ সপ্তাহের মধ্যে আইওসি শেয়ারের সর্বোচ্চ দর ৩৭৫ টাকা ছুঁয়েছিল ২০১৩-র ১৮ জানুয়ারি। এর চেয়ে কম দামে আইওসি-র শেয়ার বিক্রি সম্ভব নয়। বর্তমানে দর নামায় তাই তিনি আপত্তি তোলেন বলে খবর।
আইওসি-র ১০% (১৯.১৬ কোটি) শেয়ার বিক্রি করে ৪৫০০ কোটি টাকা ঘরে তোলাই কেন্দ্রের লক্ষ্য। কিন্তু এখনকার বাজার দরে তা হবে ৩৮০০ কোটি।
এমপিএস গ্রিনারি-র শেয়ার বাজেয়াপ্ত। বেআইনি ভাবে টাকা তোলার দায়ে অভিযুক্ত পশ্চিমবঙ্গের আর একটি সংস্থা এমপিএস গ্রিনারি ডেভেলপার্স-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানাল সেবি। তারা গোষ্ঠীর ৮টি সংস্থায় এমপিএস গ্রিনারি-র শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিল। লগ্নিকারীদের ১৫২০ কোটি টাকা ফেরত না-দেওয়ায় এই সিদ্ধান্ত বলে সেবি জানিয়েছে। |