বিক্রি ৬৩০০ কোটি টাকা পেরোনোর আশায়
বুক বাঁধছে ভারতীয় অনলাইন বাজার স্ন্যাপডিল

৯ জানুয়ারি
দেশ জুড়ে জনপ্রিয়তা বাড়ছে অনলাইন বাজারের (ই-কমার্সের)। যার জেরে আগামী ২০১৫ সালের মার্চ মাসের মধ্যে তাদের বিক্রি ১০০ কোটি ডলার (৬৩০০ কোটি টাকা) পেরিয়ে যেতে পারে বলে আশা করছে ভারতের অন্যতম অনলাইন বাজার স্ন্যাপডিল। সংস্থা মনে করছে, এর মধ্যে চলতি অর্থবর্ষের শেষেই নেট মারফত বিক্রির অঙ্ক দাঁড়াবে ৫০ কোটি ডলার (৩১৫০ কোটি টাকা)।
স্ন্যাপডিল ডট কমের ভাইস প্রেসিডেন্ট (বিজনেস ডেভেলপমেন্ট) বলেন, “গত কয়েক মাসে অনলাইনে বাজার করার প্রবণতা দ্রুত বাড়তে দেখা গিয়েছে। ক্রেতারা এখন ইন্টারনেটের সামনে বসে কেনাকাটা করার ক্ষেত্রে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। আমরা এর ফল পাব। ২০১৫-র মার্চ নাগাদ আমাদের বিক্রি ১০০ কোটি ডলার পেরোবে আশা করছি।”
সব থেকে বেশি কি বিকোচ্ছে?
স্ন্যাপডিল কর্তা জানিয়েছেন, সমস্ত ক্ষেত্রেই অনলাইনে বাজার করার প্রবণতা বেড়েছে। তবে বিদ্যুতিন পণ্য ও পোশাকের মতো ক্ষেত্রে বিক্রি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।
প্রসঙ্গত, গত ২০১০ সালের ফেব্রুয়ারিতে প্রথম আত্মপ্রকাশ ই-কমার্স সংস্থা স্ন্যাপডিলের। তার পর থেকে গত তিন বছর দ্রুত এই ব্যবসা বাড়ার সাক্ষী থেকেছে তারা। সংস্থার দাবি, এই সময়ে ২ কোটি সদস্য যোগ দিয়েছেন তাদের বাজারে।
দেশে চার হাজারের বেশি শহরে পণ্য পৌঁছে দেয় স্ন্যাপডিল। পাঁচশোর-ও বেশি ধরনের পণ্য রয়েছে তাদের ঝুলিতে। বিক্রেতার সংখ্যা প্রায় ২০ হাজার। বৃহস্পতিবারই তারা জানিয়েছে তাইওয়ানের সংস্থা ওপলাস টেকনোলজির সঙ্গে হাত মেলানোর কথা। ওপলাস শুধু স্ন্যাপডিলের সাইট থেকেই তাদের পণ্য বিক্রি করবে। যার অন্যতম ৯,৯৯০ টাকা দামের ট্যাবলেট ‘এক্সঅনপ্যাড৭’। সাত ইঞ্চির এই ট্যাবলেট অ্যান্ড্রয়েড জেলিবিন প্রযুক্তিচালিত এবং থ্রিজি ও ওয়াইফাই সংযোগে ব্যবহার করা যায়। স্ন্যাপডিলের মাধ্যমে ভারতের বাজারে এই প্রথম তারা পণ্য আনল বলে জানিয়েছে ওপলাস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.