অস্থির বাজারে ফের পড়ল সেনসেক্স
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
ফের পড়ল সেনসেক্স। নতুন বছরে এ পর্যন্ত কাটানো মোট সাত দিনের মধ্যে এই নিয়ে ছ’দিনই। এ দিন অবশ্য মাত্র ১৬ পয়েন্ট পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের এই সূচক। তবে দিনভর বাজার বেশ ওঠানামা করেছে। শেষে তা থিতু হয় ২০,৭১৩.৩৭ অঙ্কে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্টিও ৬.২৫ পয়েন্ট পড়ে দিনের শেষে দাঁড়িয়েছে ৬,১৬৮.৩৫ অঙ্কে। বাজার বিশেষজ্ঞদের মতে, শুক্রবার ইনফোসিসের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফল বেরনোর কথা থাকায় এ দিন সতর্ক ছিলেন লগ্নিকারীরা। কোনও ভাবে যদি ফল খারাপ হয় তা হলে সূচক বড়সড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করেছেন তাঁরা। ইনফোসিসের নিজের শেয়ার দর অবশ্য এ দিন বেড়েছে। এ ছাড়া, মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের মাসে মাসে বন্ড কেনা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে কিছুটা অনিশ্চয়তাও পতনে ইন্ধন জুগিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে ধাতু, তথ্যপ্রযুক্তি, ওষুধ শিল্পের শেয়ার দর বাড়তে থাকায় বড় পতন এড়ানো গিয়েছে এ দিন।
|
মূল্যবৃদ্ধি সূচক বন্ডে রদবদলের ভাবনা
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
প্রচারের বিপুল ঢক্কানিনাদ সত্ত্বেও সাড়া তেমন মেলেনি। তাই এ বার কিছুটা বাধ্য হয়েই ইনফ্লেশন ইনডেক্সড (মূল্যবৃদ্ধি সূচকের সঙ্গে সম্পর্কিত) বন্ড আরও আকর্ষণীয় করার চেষ্টা করছে রিজার্ভ ব্যাঙ্ক। গত ২৯ নভেম্বর এই বন্ডের কথা ঘোষণা করেছিল শীর্ষ ব্যাঙ্ক। দশ বছর মেয়াদের এই ঋণপত্রের বিশেষত্ব হল, এতে প্রতি বছর ১.৫% নিশ্চিত সুদ তো পাওয়া যাবেই, সেই সঙ্গে বাকি সুদ দেওয়া হবে খুচরো মূল্যবৃদ্ধির উপর ভিত্তি করে। ফলে অনেকেরই আশা ছিল, চড়া মূল্যবৃদ্ধি যোঝার হাতিয়ার হিসেবে এই বন্ড বেশ জনপ্রিয় হবে। কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি। বৃহস্পতিবার শীর্ষ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এইচ আর খান জানান, সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বন্ডে কিছু রদলবদল করে তাকে আরও আকর্ষণীয় করার চেষ্টা চলছে। যেমন, হয়তো লগ্নির সর্বোচ্চ সীমা বাড়ানো হতে পারে। বর্তমানে তা করা যায় পাঁচ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত।
|
বছরে যাত্রী গাড়ি বিক্রি কমলো ৯.৬%
নিজস্ব প্রতিবেদন |
গত বছরের ন’মাসে ২২টি নতুন গাড়ি বা ৪০টি গাড়ির নতুন সংস্করণ এনেও ক্রেতা টানতে ব্যর্থ দেশের গাড়ি শিল্প। ২০১২-র চেয়ে ২০১৩ সালে দেশের বাজারে যাত্রী গাড়ির বিক্রি কমলো ৯.৫৯%। গাড়ি শিল্পের সংগঠন সিয়ামের দাবি, ১১ বছরে এমন ঘটনা এই প্রথম। সিয়ামের ডিজি বিষ্ণু মাথুর বৃহস্পতিবার জানান, ২০০২-তে শেষ বার যাত্রী গাড়ি বিক্রি কমে। তাদের হিসেবে, গত এপ্রিল-ডিসেম্বরে যাত্রী গাড়ির বিক্রি কমেছে প্রায় ৫%। বস্তুত, গত ১৭ মাসে শুধু ২০১২-র অক্টোবর ও ২০১৩-র অগস্ট ও সেপ্টেম্বরে গাড়ি বিক্রি বেড়েছিল। বাণিজ্যিক গাড়ির ব্যবসা আরও সঙ্গিন। সিয়ামের আশা, এ বছরের মাঝামাঝি বাণিজ্যিক গাড়ির ছবিটা বদলাবে।
|
টাকার উৎস নিয়ে সহারাকে হুঁশিয়ারি
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
বেআইনি ভাবে সংগৃহীত অর্থ লগ্নিকারীদের ফেরানো নিয়ে ফের সুপ্রিম কোর্টের রোষের মুখে সহারা গোষ্ঠী। তারা যে ২২,৮৮৫ কোটি টাকা লগ্নিকারীদের মিটিয়েছে বলে দাবি করেছে, বৃহস্পতিবার সহারার কাছে সেই অর্থের উৎস জানতে চাইল শীর্ষ আদালত। একই সঙ্গে সুব্রত রায়ের সংস্থাকে তাদের হুঁশিয়ারি, তা না-জানালে, সিবিআই ও রেজিস্ট্রার অব কোম্পানিজকে দিয়ে তদন্ত করানোর নির্দেশ দেওয়া হবে। ২৩ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে সংস্থাকে। ২৮ জানুয়ারি ফের শুনানি।
|
এ বার জ্যান্ত মাছ সরবরাহের লক্ষ্যে পিক-আপ গাড়িতে বহন করার জন্য বিশেষ কাচের অ্যাকোয়ারিয়াম তৈরি করল রাজ্যের সংস্থা গ্লেয়ার গ্লাস ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকরেটর। বরাত অনুযায়ী মহীন্দ্রার বোলেরো গাড়িতে এটি বসিয়েছে তারা। গ্লেয়ারের দাবি, দেশে এ ধরনের উদ্যোগ এই প্রথম। এই অ্যাকোয়ারিয়ামে অক্সিজেন সহজেই জোগানো যাবে। ফলে এক স্থান থেকে অন্য স্থানে জ্যান্ত মাছ বয়ে নিয়ে যাওয়া বা বাজারে বিক্রি করা সম্ভব বলে জানান সংস্থার এমডি পীযূষ কুমার দাস। বরাত পেলে অন্য গাড়িতেও এটি করে দেবে গ্লেয়ার।
|
বিদেশি লগ্নির শর্ত আরও সরল করল রিজার্ভ ব্যাঙ্ক। সহজেই এই লগ্নিকারীরা তাদের শেয়ার বা ঋণপত্রের মালিকানা বেচে লগ্নি তুলে নিতে পারবে। |