|
|
|
|
জল প্রকল্প নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাটের জল প্রকল্পের ভবিষ্যৎ কী এবং পুরসভা কী ভাবছে তাই নিয়ে আন্দোলনে নামল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির রামপুরহাট শহর কমিটি ৯ দফা দাবিতে পুরসভায় স্মারকলিপি দেয়। এ দিন পুরপ্রধান অশ্বিনী তিওয়ারি উপস্থিত ছিলেন না। উপপুরপ্রধান অনিন্দ্য সাহা স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বলেন, “যত শীঘ্র সম্ভব তাদের জবাব জানিয়ে দেওয়া হবে।”
প্রায় দু’মাস আগে ইলামবাজার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের জল প্রকল্পের উদ্বোধন করেছিলেন। বিজেপির রামপুরহাট শহর শাখার সভাপতি মনোজ শর্মা বলেন, “সম্প্রতি রামপুরহাট পুরসভা চত্বরে একটি নোটিশ ঝোলানো হয়েছে। সেখানে লেখা আছে, পুরবাসীকে নতুন জলের সংযোগ নেওয়ার জন্য ২০০ টাকা দিয়ে একটি আবেদনপত্র নিতে হবে। ৭ হাজার টাকা জমা দেওয়ার পরে আরও ১৭০০ টাকা জলের সংযোগ নেওয়ার জন্য জমা করতে হবে। কোনও আলোচনা বা সভা না ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” উপপুরপ্রধান দাবি করেন, “কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে সব করা হয়েছে।” তিনি বলেন, “বিদ্যুৎ-সহ বিবিধ খরচের জন্য সাত হাজার টাকা নতুন সংযোগকারীদের কাছ থেকে নেওয়া হবে। এ ছাড়া নতুন সংযোগ দেওয়ার জন্য পুরসভা যে ব্যয় করবে, সে জন্য ১৭০০ টাকা নেওয়া হবে। তবে প্রত্যেককেই বাড়ির কর সম্পূর্ণ ভাবে পুরসভায় জমা দিতে হবে। তবেই নতুন জলের সংযোগ তারা পাবেন।” উপপুরপ্রধান জানান, প্রথম ধাপে ৫০০০ বাড়ির মালিককে নতুন জলের সংযোগ দেওয়া হবে। আগামী ১৫ জানুয়ারি থেকে পুরসভা থেকে নতুন জলের সংযোগ নেওয়ার জন্য ২০০ টাকা মূল্যে আবেদনপত্র দেওয়া হবে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন ভাবে সংযোগ দেওয়ার কাজ শুরু হবে। |
|
|
|
|
|