|
|
|
|
ধষর্ণের চেষ্টার মিথ্যা নালিশ, জরিমানা
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
আদালতে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মিথ্যা অভিযোগ দায়ের করায় এক মহিলার বিরুদ্ধে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। বৃহস্পতিবার অভিযোগকারিণীকে ৫০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল বোলপুর আদালত। বোলপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তপনকুমার দে বলেন, “শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার মিথ্যা অভিযোগ করায় বোলপুরের অতিরিক্ত জেলা জজ মানস বসু ওই মহিলাকে দোষী সাব্যস্ত করে ৫০০ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে এক মাস কারাদণ্ডের নির্দেশও দিয়েছেন।”
তপনবাবু জানিয়েছেন, অভিযোগকারিণী বোলপুর থানার কোপাই স্টেশন মোড়ের বাসিন্দা রঞ্জিত ঘোষের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। ওই মহিলার অভিযোগ ছিল, ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়িতে কাজ করার সময়ে তাঁকে একা পেয়ে রঞ্জিতবাবু তাঁর শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টাও করেন। মহিলার দাবি, পুলিশ অভিযোগ না নেওয়ায় ঘটনার পরের দিনই তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে বোলপুর থানা ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্ত রঞ্জিতবাবুকে গ্রেফতার করা হয়। এমনকী, তাঁকে হাজতবাসও করতে হয়েছে। মামলা চলাকালীন গত ২৬ এপ্রিল বোলপুরের অতিরিক্ত জেলা জজের এজলাসে অভিযোগকারিণী জানান, বকেয়া টাকা না পেয়েই তিনি রঞ্জিতবাবুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন। তপনবাবু বলেন, “এর পরেই বিচারক অভিযুক্ত রঞ্জিত ঘোষকে বেকসুর খালাসের নির্দেশ দেন। পাশাপাশি আদালতে মিথ্যা অভিযোগ করার দায়ে তিনি ওই মহিলার বিরুদ্ধে পুলিশকে তদন্ত শুরু করারও নির্দেশ দেন।” তদন্তে অভিযুক্ত মহিলার দোষ প্রমাণিত হওয়ার পরেই এ দিন বিচারক তাঁকে দোষী সাব্যস্ত করেন।
তপনবাবুর দাবি, “শ্লীলতাহানি এবং ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে এ রকম মিথ্যা অভিযোগের ক্ষেত্রে অভিযুক্তের এই দৃষ্টান্তমূলক সাজা সমাজে একটা বার্তা দেবে। মিথ্যা অভিযোগ করার প্রবণতাও কমবে।” |
|
|
|
|
|