কৃষি মেলা কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কৃষি মেলার আসর হয়ে গেল কালনা ১ ব্লকের বিজেরা ফুটবল মাঠে। বৃহস্পতিবার বাঘনাপাড়া অঞ্চল কৃষি মেলা কমিটির উদ্যোগে ওই মেলা হয়। চাষিদের চাষের কাজে ব্যবহৃত নানা জিনিস, যেমন- জল তোলার মেশিন, পাওয়ার টিলার, হ্যান্ড ট্রাক্টর-সহ নানা যন্ত্র মাঠে সাজানো হয়। প্রায় ৪০ ধরণের সব্জির প্রদর্শনীও হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন মহকুমা কৃষি আধিকারিক আশিস বারুই, সহ-কৃষি অধিকর্তা পার্থ ঘোষ, সুব্রত ঘোষ, কালনা ১ ব্লকের কৃষি আধিকারিক আশিস দত্ত-সহ বেশ কিছু কৃষি বিশেষজ্ঞ। তাঁরা এলাকায় কী কী বিকল্প চাষের সম্ভাবনা রয়েছে এবং চাষের জন্য মাটি পরীক্ষার কী গুরুত্ব তা নিয়ে আলোচনা করেন। পার্থবাবু বলেন, “সরকারি উদ্যোগে বিনা পয়সায় মাটি পরীক্ষা করা হয়। কিন্তু চাষিদের তেমন কোনও উদ্যোগ নেই। অথচ মাটি পরীক্ষা করেই একমাত্র জানা যায় কোন ফসল কোথায় ভাল হবে।” মেলা কমিটির তরফে পরিমল দাস জানান, এলাকার চাষিদের আধুনিক চাষাবাদ সম্পর্কে সচেতন করতেই এই প্রয়াস।
|
প্রতারণায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
কিষান ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারণার অভিযোগে ব্যাঙ্কের এক আধিকারিককে ধরেছে পুলিশ। বুধবার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের জামালপুর শাখা থেকে কয়েকজন চাষির নামে ঋণ দেবার চক্রে জড়িতদের অন্যতম, ব্যাঙ্কের ফিল্ড অফিসার তথা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চৈতন্য যশকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি মেমারিতে। বৃহস্পতিবার তাকে আদালতে তুলে সাতদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে জামালপুর থানার পুলিশ। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ধৃতকে জেরা করে ওই প্রতারণাচক্র সম্পর্কে আরও কিছু তথ্য জানা যাবে বলে আমাদের অনুমান।” সম্প্রতি সাত জন চাষির নামে মোট ৮ লক্ষ ২৫ হাজার টাকার ভুয়ো ঋণ আদায় করে চক্রটি। এই অভিযোগ হাতে পাবার পরে তদন্ত নেমে পুলিশ প্রথমে ওই ব্যাঙ্কের দুই দালাল ও ঝাড়ুদারকে গ্রেফতার করে। |