|
|
|
|
স্থায়ীকরণের দাবি পুরসভায়
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবি-সহ দশ দফা দাবিতে রানিগঞ্জ পুরসভায় বৃহস্পতিবার ঘণ্টাখানেক বিক্ষোভ দেখাল রানিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ শেষে পুরপ্রধানের হাতে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়। পুরপ্রধান অনুপ মিত্র দাবি পূরণের জন্য যথাযথ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রানিগঞ্জ ব্লক ও পঞ্চায়েত সমিতির সভাপতি সেনাপতি মণ্ডলের নেতৃত্বে হাজার খানেক তৃণমূল সমর্থক মিছিল করে পুরসভা কার্যালয়ের সামনে উপস্থিত হন। ছিলেন রানিগঞ্জ পুরসভার একমাত্র তৃণমূল কাউন্সিলর হেনা খাতুন। সেনাপতিবাবুর অভিযোগ, প্রায় চারশো জন অস্থায়ী কর্মী দীর্ঘ দিন কাজ করলেও তাঁদের স্থায়ী করা হয়নি। অবিলম্বে ওই কর্মীদের স্থায়ী করার দাবি জানান তিনি। এ ছাড়া, অস্থায়ী কর্মীদের পিএফ চালু এবং ইএসআই কার্ড দেওয়ার দাবি জানান তিনি। সেনাপতিবাবুর আরও অভিযোগ, কোনও মাসেই অস্থায়ী কর্মীদের নির্দিষ্ট দিনে বেতন দেওয়া হয় না। সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির অনেক কম দেওয়া হয় তাঁদের। |
|
হল বিক্ষোভ। —নিজস্ব চিত্র। |
সেনাপতিবাবু দাবি করেন, শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে অস্থায়ী কর্মীদের অগ্রাধিকার দিতে হবে। যে কোনও নিয়োগের ক্ষেত্রে তৃণমূল কর্মী ইউনিয়নের মতামতকে গুরুত্ব দিতে হবে। কারণ বর্তমানে পুরসভার ৮০ শতাংশ কর্মীই তাদের ইউনিয়নভুক্ত বলে দাবি করেন তিনি। এ ছাড়া স্থায়ী কর্মীদের পিএফ তালিকা প্রতি বছর প্রকাশ করতে হবে। অবসরপ্রাপ্ত বেশ কয়েক জন কর্মী পেনশন পাননি বলে অভিযোগ করেন তিনি।
পুরপ্রধান অনুপবাবু জানান, রাজ্য সরকারের অনুমোদন ছাড়া কাউকে স্থায়ী করার এক্তিয়ার পুরসভার নেই। পিএফ তহবিলের প্রক্রিয়াকরণ প্রায় শেষ পর্যায়ে। খুব শীঘ্রই পিএফ চালু করা হবে বলে জানান তিনি। অন্যান্য দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। |
|
|
|
|
|