|
|
|
|
উচ্চ মাধ্যমিক কেন্দ্রেও থাকবে গোপন ক্যামেরা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাধ্যমিকের মতো এ বার উচ্চ মাধ্যমিকেও ‘স্পর্শকাতর’ কেন্দ্র চিহ্ণিত করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে জেলা থেকে সেই তালিকা চাওয়া হয়েছে। বুধবার মেদিনীপুরে এসে এমনটাই জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। তিনি বলেন, “বিশেষ নজরদারির জন্য আমরা কিছু কেন্দ্র চিহ্ণিত করব। ওই সব কেন্দ্রে গোপন ক্যামেরা থাকবে। ফলে, পরীক্ষার্থীরা নকল করলে তা ক্যামেরায় ধরা পড়বে। সংবেদনশীল কেন্দ্রের তালিকা জেলা থেকে
চাওয়া হয়েছে।”
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার মেদিনীপুরে আসেন সংসদ সভাপতি। সঙ্গে আসেন সংসদের ডেপুটি সেক্রেটারি মলয় রায়। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে এক বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কেন্দ্র পরিদর্শক প্রমুখ। ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্রের অধিকর্তা সৌভিক ঘোড়ই প্রমুখ। সব মিলিয়ে তিনটি পর্যায়ে এদিন বৈঠক হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে করতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে বলে সংসদ সভাপতি জানান।
|
বিদ্যাসাগর হলে সংসদ সভাপতি। —নিজস্ব চিত্র। |
এ বার পশ্চিম মেদিনীপুরে মূল কেন্দ্রের সংখ্যা বাড়ছে। ২০১২ সালে এই জেলায় মূল কেন্দ্র ছিল ৪১টি। ২০১৩ সালে ৫০টি। এ বার সেখানে মূল কেন্দ্র থাকছে ৫২টি। অর্থাৎ, ২টি বাড়ছে। এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ মার্চ। চলবে ২৮ মার্চ পর্যন্ত। একই সময়ের মধ্যে একাদশ শ্রেণির পরীক্ষাও হবে। যে সব বিদ্যালয়ে পরীক্ষা চলবে, সেই সব বিদ্যালয়ে ১২ থেকে ২৮ মার্চ অন্য শ্রেণির পঠনপাঠন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। তাঁর কথায়, “পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা ছাড়া অন্য কোনও শ্রেণির ক্লাস হবে না। ইতিমধ্যে বিষয়টি জেলায় জানিয়ে দেওয়া হয়েছে।”
পরীক্ষায় নকল করার অভিযোগ নতুন নয়। ফি বছরই এমন অভিযোগ ওঠে। কিছু ক্ষেত্রে বাইরে থেকেও নকল সরবরাহ করা হয়। এমন অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এ বার তৎপর হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মহুয়াদেবীর কথায়, “এ বার অতিরিক্ত সতর্কতা, অতিরিক্ত প্রহরা, অতিরিক্ত পুলিশ বাহিনী থাকবে।” এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হতে পারে। তার আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ বলেও জানান সংসদ সভাপতি। তিনি বলেন, “লোকসভার আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। পরীক্ষার সময় সর্বত্র শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় নির্বিঘ্নে পরীক্ষা হয়। আশা করব, এ বারও তা হবে।” গত বছর যে সব কেন্দ্রে সামান্য উত্তেজনা ছড়িয়ে ছিল, এ বার সেই সব কেন্দ্রে বিশেষ নজরদারি থাকবে বলে সংসদ সূত্রে খবর। বৈঠকে প্রশাসনিক কর্তারাও উপস্থিত ছিলেন। তাঁদের কাছে পরীক্ষার দিনগুলোয় বাস পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখার আর্জি জানানো হয়। |
|
|
|
|
|