গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে স্বামী বরুণ নস্কর এবং শ্বশুর বিশ্বনাথ নস্করকে গ্রেফতার করা হয়েছে। শাশুড়ি গীতা নস্কর পলাতক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার ঘুটিয়ারিশরিফের মাকালতলায়। সোমবার রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে কল্পনা নস্কর (৩২) নামে ওই গৃহবধূ মারা যান। রাতেই গৃহবধূর মা কানন দাস থানায় মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১২ বছর আগে ক্যানিংয়ের মিঠাখালির কল্পনার সঙ্গে বিয়ে হয় ঘুটিয়ারী শরিফের মাকালতলার বরুণ নস্করের। অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে কল্পনার উপরে শারীরিক ও মানসিক অত্যাচার করত বরুণ ও তাঁর পরিবার। এই সময়ের মধ্যেই তিনটি কন্যা সন্তানের জন্ম দেন কল্পনা। ফলে, অত্যাচারের মাত্রা বেড়ে যায়। গত ২৬ ডিসেম্বর বচসা বাধলে কল্পনার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় কল্পনাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাতে মারা যান কল্পনাদেবী। বধূ নির্যাতন ও খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
সিএবি-র উদ্যোগে আয়োজিত আন্তঃজেলা মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হল উত্তর ২৪ পরগনা। মঙ্গলবার চুঁচুড়া ময়দানে প্রতিযোগিতার ফাইনালে উত্তর ২৪ পরগনা মুখোমুখি হয় নদিয়ার। ৩৫ ওভারে প্রথমে ব্যাট করতে নেমে নদিয়া ৮ উইকেটে ১৩০ রান তোলে। উত্তর ২৪ পরগনা সাত উইকেটেই জয়ের রান তুলে নেয়। হুগলি জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ছ’টি জেলা। গত ২৪ ডিসেম্বর প্রতিযোগিতা শুরু হয়। ফাইনালে ছিলেন সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে, যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় এবং গৌতম দাশগুপ্ত।
|
বারাসতের রাজীব দাস হত্যা মামলায় বুধবার সাক্ষ্য দিলেন সিআইডি-র তদন্তকারী অফিসার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গেই শেষ হল সাক্ষ্যগ্রহণ পর্ব। মোট ৪০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ২০১১-র ১৪ ফেব্রুয়ারি দিদি রিঙ্কু দাসের শ্লীলতাহানি রুখতে গিয়ে দুষ্কৃতীদের ছুরিতে প্রাণ দেয় রাজীব।
|
টিটাগড়ের কেলভিন চটকলে বুধবার লক আউট ঘোষণা করা হয়েছে। কর্মহীন হয়ে গেলেন প্রায় আড়াই হাজার শ্রমিক। কর্তৃপক্ষ-শ্রমিক বৈঠকে সমাধানসূত্র মেলেনি।
|
ব্যাঙ্কের টাকা তুলে বাড়ি ফেরার আগেই চুরি হয়ে গেল এক ব্যক্তির। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ শহরের ১ নম্বর রেলগেটের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে। |