বনকর্মীদের ঘুমপাড়ানি গুলিতে অচৈতন্য চিতাবাঘকে পিটিয়ে মারার অভিযোগে অন্তত ৬ জন গ্রামবাসীর বিরুদ্ধে মেটেলি থানায় মঙ্গলবার রাতেই অভিযোগ জানিয়েছিল বন দফতর। কিন্তু ঘটনার প্রায় দেড় দিন পরেও গ্রেফতার তো দূরের কথা, ওই গ্রামে গিয়ে তদন্ত করার সময়ও পায়নি পুলিশ বলে বন কর্মীদের অভিযোগ। বনকর্তারা এ দিনও দাবি করেছেন, ইচ্ছে থাকলে পুলিশ অভিযোগের তোয়াক্কা না করেই তদন্ত শুরু করতে পারত। বন্যপ্রাণ (২) বিভাগের ডিএফও সুমিতা ঘটক বলেন, “চিতাবাঘটিকে অজ্ঞান অবস্থায় মারা হয়েছে। একে শিকার ছাড়া আর কিছু বলা যায় না। পুলিশকে সব জানানো হয়েছে।” তবে, অভিযোগ পেয়েও নড়েচড়ে বসার সময় হয়নি পুলিশের। মালবাজারের এসডিপিও অরিন্দম সরকার বলেন, “অভিযুক্তরা পলাতক। তল্লাশি তো চলছে।”
|
প্রায় সাত দশক ধরে কাজিরাঙায় কুনকি হাতিদের নেতৃত্ব দেওয়ার পর অবসর নিয়েছিল জয়রাজ। আজ বার্ধক্যজনিত অসুস্থতায় ৭৩ বছর বয়সে তার মৃত্যু হল। ২০০৮ সালে অবসর নেওয়ার পর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানেই ছিল জয়রাজ। কয়েকদিন ধরে সে খাবার খেতে পারছিল না। উচ্চতার জন্য কাজিরাঙা উৎসবের হাতি মিছিলে জয়রাজকেই আগে রাখা হতো। পাঁচ ফুট দীর্ঘ ছিল তার দাঁত দু’টি। |