টুকরো খবর
জেলা বইমেলা শুরু
আজ বুধবার থেকে বালুরঘাট হাইস্কুল মাঠে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা চক্র অনুষ্ঠিত হবে।

দু’হাজার কিমি মাটির রাস্তা
গ্রামোন্নয়ন প্রকল্পে ১০০ দিনের কাজের মাধ্যমে কোচবিহারে ২ হাজার কিমি মাটির রাস্তা তৈরির কাজ শুরু হল। মঙ্গলবার রাজ্যে নানা জেলার সঙ্গে কোচবিহারের ১২৮টি গ্রাম পঞ্চায়েতে ৫ টি করে রাস্তা তৈরির কাজ শুরু হয়। মাথাভাঙার রুইডাঙায় কাজের সূচনা অনুষ্ঠানে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, জেলাশাসক মোহন গাঁধী ছিলেন। কোচবিহারের ডাউয়াগুড়িতে পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শুচিস্মিতা দেবশর্মা প্রমুখ। কাজের শুরুতে রবীন্দ্রনাথবাবু কোদাল হাতে মাটিও কাটেন। এদিন ১০০ দিনের কাজ প্রকল্প ও নির্মল ভারত অভিযানের মাধ্যমে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ১০টি করে শৌচাগার তৈরির কাজের সূচনা হয়েছে। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কোচবিহারের আধিকারিক অম্লান তালুকদার বলেন, “একযোগে ২ হাজার কিমি রাস্তা তৈরির জন্য ২০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এ ছাড়াও ৩৬ হাজার শৌচাগার চলতি বছরে নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।” আলিপুরদুয়ার ২ ব্লকে ‘প্রতি গ্রামে এক কিমি পাকা রাস্তা’ নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় মঙ্গলবার ব্লকের শামুকতলা পঞ্চায়েতের পটটোলা গ্রামে প্রকল্পের উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের প্রধান সচিব কাশীনাথ বেহরা।

অক্ষয় সড়কে কুড়ি কোটি
মঙ্গলবার ১০০ দিনের প্রকল্পে গতি আনতে গোটা রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের ৬৫টি গ্রাম পঞ্চায়েতেও অক্ষয় সড়ক যোজনা কর্মসূচি চালু হল। এ দিন একই সঙ্গে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ৫টি করে গ্রাম সংযোগ রাস্তা তৈরির কাজের সূচনা হয়েছে। গঙ্গারামপুরের নন্দনপুর এলাকায় কোদাল হাতে রাস্তার কাজের সূচনা করেন জেলাশাসক তাপস চৌধুরী। জেলাশাসক বলেন, “জেলায় ৬৫টি গ্রাম পঞ্চায়েতে৩২৫টি সংযোগ রাস্তা তৈরির কাজ এক দিনে শুরু করা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ৫টি রাস্তার মধ্যে ১টি ঢালাই ও বাকি ৪টি রাস্তা কাঁচা তৈরি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্য ঠিক করেছেন সেই মতো কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রের দাবি, আগামী মার্চের মধ্যে ওই রাস্তা তৈরি শেষ করা হবে। ওই কাজের জন্য ১০০ দিনের প্রকল্পে খরচ ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। জেলাশাসক জানান, রাস্তা তৈরির কাজে শ্রম দিবস সৃষ্টি হবে প্রায় ৮ লক্ষ। জেলায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ওই রাস্তার কাজ সরেজমিন তদারকি করেন পূর্তমন্ত্রী, সভাধিপতি, বিধায়ক থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রধান সহ সদস্যরা।

পুর-গোশালা
হলদিবাড়িতে গোশালা তৈরি করছে হলদিবাড়ি পুরসভা। দুধের চাহিদা বাড়তে থাকায় সেখানে গরু রাখা হবে বলে পুরসভা জানিয়েছে। ৩১ মার্চের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কেন্দ্রের সুসংহত বস্তি উন্নয়ন প্রকল্পে পশুপালনের জন্যে পাওয়া টাকা থেকে গোশালা বানানো হচ্ছে। খরচ হবে ১ কোটি টাকা। ২৩০০ বর্গফুটের ১২টি ঘর হবে। প্রতিটি ঘরে ৫০টি গরু থাকবে।

প্রতিষ্ঠা দিবস পালন
প্রতিষ্ঠা দিবস পালন করল কামতাপুর পিপলস পার্টি। শিলিগুড়ির শিবমন্দিরে মেডিকেল মোড়ে তাঁদের দার্জিলিং জেলা কার্যালয়ে মঙ্গলবার এই অনুষ্ঠান হয়। তাতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কেদারনাথ সিংহ, কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক অভিজিত রায় প্রমুখ।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.