বাস থামিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কন্ডাক্টরের কাছ থেকে টাকা ছিনিয়ে নিল একদল দুস্কৃতী। মঙ্গলবার রাত ৮টা নাগাদ কালিয়াচক থানার যদুপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। এসবিএসটিসি’র ওই বাসের কন্ডাক্টর ইংরেজবাজার থানায় অভিযোগ করেন। পুলিশ জানায়, হাওড়া থেকে কলকাতা-বালুরঘাট এসবিএসটিসি-র বাসে কলিয়াচক থেকে যাত্রীরা মালদহের দিকে যাচ্ছিল। যদুপুরের কাছে বাস থামার সঙ্গে সঙ্গে ১০-১২ জন দুষ্কৃতী বাসের দরজা ভেঙে ওঠে। কন্ডাক্টরের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁর কাছে থাকা সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা বাসের হামলা চালিয়ে কন্ডাক্টরের টাকা ছিনিয়ে নিয়েছে তাদের ধরতে পুলিশ কর্মীরা তল্লাশিতে নেমেছেন।” ওই বাসের যাত্রী শ্রীদাম মণ্ডল, নূর ইসলামরা বলেন, “আমরা বাসে ৪০ জনের মতো যাত্রী ছিলাম। দুষ্কৃতীরা বাসে উঠেই কন্ডাক্টর, বাস চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে। আমাদের চুপচাপ বসতে বলে। কন্ডাক্টরের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা বাস থেকে নেমে যায়।” তারা বাস থেকে নেমে যাওয়ার পর বাসের চালক সোজা যাত্রী-সহ বাসটি নিয়ে ইংরেজবাজার থানায় যান। কন্ডাক্টর সজল চক্রবর্তী বলেন, “টিকিট বিক্রির সাড়ে তিন হাজার টাকা পকেটে ছিল। দুষ্কৃতীরা মাথায় পাইপগান ঠেকিয়ে সাড়ে তিন হাজার টাকা নিয়ে নেয়।” |