গ্রামের ক্রিকেটে অভিনবত্বের ছোঁয়া। মাঠে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। চারপাশ ঘিরে রয়েছে একাধিক ক্যামেরা। আনা হয়েছিল চিয়ারলিডারও। বাউন্ডারি, ওভার বাউন্ডারি হলেই বাজনার তালে চিয়ারলিডারদের সঙ্গে নাচছিলেন দর্শকেরাও।
সম্প্রতি বাগনানের সামতাবেড়ের শরৎচন্দ্রের বাড়ির সামনে একমাস ধরে চলা নক আউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল এমন মেজাজেই। ফাইনালে মাঠে হাজির ছিলেন কয়েক হাজার দর্শক। |
১৬ দলের প্রতিযোগিতায় ফাইনালে ওঠে হুগলির চুঁচুড়া এভারগ্রিন ক্লাব এবং হাওড়ার উলুবেড়িয়া ইউনাইটেড ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট নেয় এভারগ্রিন। নির্ধারিত ১৪ ওভারে তাঁদের রান ওঠে ১৭২। জবাবে উলুবেড়িয়া ইউনাইটেড ক্লাব ১১ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৩ রান। ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ হন এভারগ্রিনের শেখ নজরুল এবং অমিত দাস।
অন্যদিকে, উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক ক্লাব এবং উলুবেড়িয়া ক্রিকেট লাভার্সের উদ্যোগে উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে দু’দিন ব্যাপী আট দলীয় নক আউট ক্রিকেটের ফাইনালে উলুবেড়িয়া সানডে ক্লাব বজবজ বরুণ সঙ্ঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ হন বিজয়ী দলের শম্ভু সাধুখাঁ এবং পিন্টু দাস। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক শ্যামল সামন্ত, চিকিৎসক বিশ্বনাথ সেন প্রমুখ। |
মহিলা ক্রিকেটে জয়ী উত্তর ২৪ পরগনা
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
সিএবি-র উদ্যোগে আয়োজিত আন্তঃজেলা মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল উত্তর ২৪ পরগনা। মঙ্গলবার চুঁচুড়া ময়দানে আয়োজিত ওই প্রতিযোগিতার ফাইনালে উত্তর ২৪ পরগনা মুখোমুখি হয় নদিয়া জেলার। ৩৫ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে নদিয়া ৮ উইকেটে ১৩০ রান তোলে। উত্তর ২৪ পরগনা সাত উইকেটেই জয়ের রান তুলে নেয়। হুগলি জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ওই প্রতিযোগিতায় নদিয়া এবং উত্তর ২৪ পরগনা-সহ যোগ দিয়েছিল ছ’টি জেলা। গত ২৪ ডিসেম্বর প্রতিযোগিতা শুরু হয়। উপস্থিত ছিলেন সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে, যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত। |