একাই তিনশো!
কোন্নগর অলিম্পিকের বছর সতেরোর সুশান্ত রায়ের মারকাটারি ব্যাটে প্রথম ৩০০ রান হল শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সীমিত ওভারের ক্রিকেটে।
রবিবার মহকুমা সুপার লিগে অলিম্পিকের খেলা ছিল সিঙ্গুর ক্লাবের বিপক্ষে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অলিম্পিক। তাদের হয়ে তিন নম্বরে ব্যট করতে নেমেছিল কোন্নগর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির সুশান্ত। ক্লাবের মাঠে ইনিংসের শুরু থেকেই রানের ফুলঝুরি ছোটায় বাঁ-হাতি ব্যাটসম্যানটি। ৩০০ রানের পথে প্রথম একশো করে মাত্র একত্রিশ বলে। মহকুমা ক্রিকেটে এটিও একটি রেকর্ড। শেষ পর্যন্ত ৯৯ বলে ৩০২ রান করে আউট হয় সে। স্কোরবোর্ড জানাচ্ছে, ২৯২ রানই এসেছে বাউন্ডারি-ওভার বাউন্ডারি থেকে। তার মধ্যে রয়েছে ৪২টি ছক্কা। বাউন্ডারির সংখ্যা ১০। সুশান্তের খুনে ব্যাটিংয়ে ভর করে অলিম্পিক নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৪০ রান তোলে। পাহাড়প্রমাণ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৫ তম ওভারেই অল আউট হয়ে যায় সিঙ্গুরের দলটি। তারা করে ১৯১ রান।
মহকুমা ক্রীড়া সংস্থার কর্তারা জানান, সুশান্তর আগে কেউ তিনশো রানের বেড়া টপকাতে পারেনি। ছক্কা মারার রেকর্ডও এ দিন নিজের পকেটে পুরে ফেলেছে সে। অলিম্পিক ক্লাবে সুশান্তর কোচ নরেন্দ্রনাথ জানা জানান, সুশান্ত ওপেন করতে পারে। আবার তিন নম্বরেও স্বচ্ছন্দ। জেলা স্তরেও সুশান্ত রানসংখ্যা রেকর্ড কি না, তা নিয়ে খোঁজখবর করছেন ক্লাবের কর্তারা।
কোচের কথায়, “নিতান্তই সাধারণ পরিবার থেকে উঠে এসেছে ছেলেটি। কষ্ট করে খেলা চালাতে হয় ওকে। ও অবশ্য চেষ্টার ত্রুটি রাখে না। ওর প্রতিভাকে কলকাতার মাঠে প্রতিষ্ঠা করতে আপ্রাণ চেষ্টা করব আমরা।”
২০১৩-১৪ মরসুমের মহকুমা সুপার লিগ ক্রিকেট শুরু হয়েছে গত ৪ জানুয়ারি থেকে। ১৬টি দলকে দু’টি গ্রুপে ভাগ করে লিগের সূচি তৈরি হয়েছে। প্রথম ডিভিশন ক্রিকেট লিগ আরম্ভ হয় গত ১৯ ডিসেম্বর। |