টুকরো খবর
দুর্ঘটনায় গাড়ি, আহত চার
ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কনভয়ের সঙ্গে থাকা একটি গাড়ি দুর্ঘটনায় পড়ল। সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জখম হলেন চার জন। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানার এমআইটি মোড়ের কাছে বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়কে। বিষ্ণুপুরের মহকুমাশাসক পলাশ সেনগুপ্ত বলেন, “জেলা শিল্প দফতরের ওই গাড়িটি স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কনভয়ের সঙ্গে ছিল। তবে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা সকলে ভাল আছেন। তাঁরা নির্ধারিত পরিদর্শনের কাজ করেছেন।”

দুর্ঘটনার পরে। —নিজস্ব চিত্র।
আহত চারজনকে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চালক সুনীল মুর্মু ও খালাসি রাজীব মিশ্রকে বাঁকুড়া মেডিক্যালে স্থানান্তর করা হয়। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ওই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কালনা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু বলেন, “আমরা দুই বিধায়ক-সহ কয়েকজন সরকারি আধিকারিক রয়েছি এই পরিদর্শক দলে। প্রথম গাড়ির সঙ্গে ধাক্কা হলে বড় দুর্ঘটনা ঘটে যেত।” তাঁদের বিষ্ণুপুরের বালুচরী শিল্পীদের সমস্যার কথা তুলে ধরা হয়।

ঘেরাও পরিদর্শক
বেনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার ঝালদা ৩ নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শককে দিনভর ঘেরাও করে রাখলেন তৃণমূলের কর্মীরা। তৃণমূলের ঝালদা শহর কমিটির সদস্য শ্যাম চন্দ্রের অভিযোগ, টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও ওই পরিদর্শক বিভিন্ন সরকারি কর্মসূচি পালন করেননি। এই সমস্ত অনিয়মের জবাব চাইতেই তাঁরা এদিন ওই আধিকারিককে ঘেরাও করে অফিসের বাইরে অবস্থান করেন। ওই অবর বিদ্যালয় পরিদর্শক স্বপন সিংহের পাল্টা দাবি, “অভিযোগগুলি ভিত্তিহীন। তার প্রমানও আমার কাছে রয়েছে। তবে এ দিন তৃণমূল কর্মীদের সঙ্গে কিছু দুষ্কৃতী অফিসে ঢুকে নথিপত্র তছনছ করে আমাকে দীর্ঘক্ষণ তালাবন্ধ করে রাখা হয়।” অভিযোগ মানেননি তৃণমূল নেতৃত্ব।

চন্দনগাছ চুরি
সরকারি অফিস চত্বর থেকে রাতের অন্ধকারে চন্দনগাছ চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। সোমবার রাতে মানবাজারের পূর্ত দফতরের (সড়ক বিভাগ) ঘটনা। দফতর সূত্রে খবর, প্রায় ১০ বছরের পুরনো চন্দনগাছটি দুষ্কৃতীরা একেবারে গোড়া থেকে কেটে নিয়ে গিয়েছে। পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌমেন্দু সাহা বলেন, “চুরির খবর জেলা কর্তৃপক্ষকে জানিয়েছি।” অফিসের নৈশরক্ষী সমীরণ পাইন বলেন, “রাত আড়াইটে নাগাদ ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখি চাদর মুড়ি দেওয়া দু’টো লোক পাঁচিল টপকে পালাচ্ছে। দলের বাকিরা কাটা চন্দনগাছটা নিয়ে দৌড়োচ্ছিল।”

মহিলাদের দাবি
উচ্ছেদ করে দেওয়ার পরেও ফের এলাকায় মদের ভাটি বসানোর তোড়জোড় শুরু হয়েছে বলে প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেন মহিলারা। পুরুলিয়া শহরের কাটিন পাড়ায় ফের চোলাই মদের ব্যবসা শুরু হওয়ার আশঙ্কায় সোমবার মহিলা সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে কাটিন পাড়ার শতাধিক মহিলা অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সবুজবরন সরকারের কাছে স্মারকলিপি দেন। তাঁর আশ্বাস, “আবগারি দফতরকে দেখছে।”

সাইকেল দৌড়
হিড়বাঁধ থানার পুলিশের উদ্যোগে মহিলাদের সাইকেল দৌড় হল সম্প্রতি। হিড়বাঁধের গাদাপাথর থেকে আট কিমি দীর্ঘ সাইকেল দৌড় শেষ হয় লেদাকেন্দি মোড়ে। প্রথম হন পূর্ণিমা মুর্মু, দ্বিতীয় মমতা সোরেন দ্বিতীয় এবং তৃতীয় হন লতিকা মুর্মু।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.