টুকরো খবর |
প্রকৃতি পর্যটন কেন্দ্রে মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
আমলাশোলের সভা সেরে হেলিকপ্টারে ঝাড়গ্রাম ফেরার পর অরণ্যশহরের উপকণ্ঠে বাদরভুলা জঙ্গলের প্রকৃতি পর্যটক কেন্দ্রে কিছুক্ষণ সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকাল সোওয়া তিনটে নাগাত মুখ্যমন্ত্রী প্রকৃতি ওই পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন। সেখানে চা-ও খান তিনি। গত সেপ্টেম্বরে শিলদার প্রশাসনিক সভা থেকে ওই প্রকৃতি পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করেছিলেন তিনি। সেখানে তাঁর রাতে থাকারও ব্যবস্থা করা হয়েছিল। পরে অবশ্য তা বাতিল করা হয়। মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাতে ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিস্ট রিসর্টের ভিআইপি স্যুইটেই থাকেন। আজ, বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক সভা করার কথা।
|
জয়ী এগরা ইউনাইটেড
নিজস্ব সংবাদদাতা • এগরা |
এগরার পানিপারুলের বোলকুশদায় নক আউট ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বেশদা এরিয়ান্স ক্লাব ৭ রানে হারাল ওড়িশার বাবা চন্দনেশ্বর ক্রিকেট ক্লাবকে। ফাইনাল ১২ জানুয়ারি। অন্য দিকে, এগরা হাইস্কুল মাঠে শরত্ মাইতি স্মৃতি ফুটবলের দ্বিতীয় সেমি ফাইনালে রাধামোহনপুর প্লেয়ার্স লাভার্স অ্যাসোসিয়েশনকে ১-২ গোলে হারায় এগরা ইউনাইটেড ক্লাব।
|
শুরু মিলন মেলা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পটাশপুর ১ ব্লকের আম্বিতে উদ্বোধন হল চতুর্থ বর্ষ মিলন মেলা। উদ্বোধক ছিলেন সাহিত্যিক তথা মুগবেড়িয়া গঙ্গাধর হাইস্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী মন্মথ দাস। |
|