|
|
|
|
জঙ্গি হানায় হত পুলিশ
সাবির ইবন ইউসুফ • শ্রীনগর
৭ জানুয়ারি |
নতুন বছরের প্রথম জঙ্গি হামলার বলি হলেন জম্মু-কাশ্মীর পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) কাফিল আহমদ। স্পেশ্যাল অপারেশন অব গ্রুপ (এসওজি)-এর সদস্য ছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালেই সোপোরের ডালটেং চানকান এলাকায় লস্কর-ই-তইবা দলের কয়েক জন জঙ্গির আত্মগোপন করে থাকার আগাম খবর ছিল তাদের কাছে। সেখানে সন্ধান চালাতে যাচ্ছিল এসওজি-এর একটি দল।
ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরেও ফেলে পুলিশ। স্থানীয় একটি বাড়িতে গা-ঢাকা দিয়ে ছিল জঙ্গিরা।
সেখান থেকে পুলিশদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা। ছোড়ে গ্রেনেডও। পাল্টা গুলি চালানোর আগেই পুলিশি ঘেরাটোপ ভেঙে পালিয়ে যায় জঙ্গিরা। সংখ্যায় দু’-তিন জনের বেশি ছিল না তারা।
ঘটনায় আহত হন চার জন পুলিশ। তাঁদের প্রথমে সোপোরের জেলা হাসপাতালে ও পরে বি বি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মারা যান কাফিল আহমদ।
কাশ্মীরের ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ আবদুল গনি মির বলেন, “মুজাম্মিল ওরফে মুজমিল মলভি নামে লস্করের এক শীর্ষ নেতার গা-ঢাকা দিয়ে লুকিয়ে আছে, এই খবর পেয়ে ওখানে গিয়েছিল ওরা। কিন্তু তাও শেষ রক্ষা হল না” গত বছরের অক্টোবরও এ ভাবেই পুলিশি ঘেরাটোপ ভেঙে পালিয়েছিল পাক জঙ্গি আবু হুরেরা। ফের তিন মাসের মাথায় এমন ঘটনা ঘটায় বেশ দুশ্চিন্তায় প্রশাসন। |
|
|
|
|
|