ভোট শেষ হতে না হতেই ফের হিংসা বাংলাদেশে। দলীয় সংঘর্ষের মধ্যেই মঙ্গলবার আবার বিএনপি-র সাত প্রবীণ নেতাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। দু’দিন ধরে চলা বন্ধের মধ্যেই এই গ্রেফতার। এর ফলে বুধবারও বিএনপি-র বন্ধ চলবে বলেই মনে করা হচ্ছে। ওই নেতাদের মধ্যে আছেন বিএনপির মুখ্য সচেতক জাইনুল আবদিন ফারুক এবং খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মেহবুব হোসেনও। এ দিন সকালেই আওয়ামি লিগ এবং জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবারের সংঘর্ষে আহত জামাতে ইসলামির এক সদস্যেরও মৃত্যু হয় এ দিন। আবার নোয়াখালিতে আওয়ামি লিগের যুব শাখার জখম এক নেতার মৃত্যু হয়েছে মঙ্গলবার। এর মধ্যেই বাংলাদেশে নতুন করে নির্বাচন করার বিষয়ে চাপ বাড়াল আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মেরি হার্ফ বলেছেন, “নির্বাচনের পদ্ধতি ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা রয়েছে। গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা থেকে এখনও সেখানে স্বচ্ছ নির্বাচন হতে পারে।”
পুরনো খবর: জঙ্গিবাদ উৎখাতের প্রতিশ্রুতি হাসিনার
|
বোমাতঙ্কের জেরে খালি করা হল স্কটল্যান্ডের এডিনবরা বিমানবন্দর। এক যাত্রীর হাতে ও ব্যাগে বিস্ফোরকের সন্ধান পাওয়া যায় বলে খবর। এডিনবরাগামী কোনও উড়ানকে আপাতত নামতে দেওয়া হচ্ছে না। |