যুব কল্যাণ দফতরের উদ্যোগে সোমবার শুরু হল দু’দিনের উত্তর দিনাজপুর জেলা বিবেক চেতনা উৎসব। এ দিন দুপুরে রায়গঞ্জের দেবীনগর মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয় চত্বরে উৎসব উদ্বোধন হয়। বিতর্ক, আবৃত্তি, সংবাদপাঠ, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত ও নাচ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বামী বিবেকানন্দের জীবন আদর্শের উপর প্রদর্শনীমূলক একটি মেলারও আয়োজন করা হয়েছে।
|
১০০ দিনের কাজের দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল তৃণমূল কংগ্রেসের সদস্যরা। সোমবার সকালে ঘটে কোচবিহারের দিনহাটার বড়শাকদল গ্রাম পঞ্চায়েত অফিসে। তৃণমূলের অভিযোগ, ফরওয়ার্ড ব্লক পরিচালিত ওই পঞ্চায়েতে জবর্কাডধারী কয়েকশো বাসিন্দা আবেদন করেও ১০০ দিনের কাজ পাচ্ছেন না। বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের কুষ্টিয়া এলাকায় অধিকাংশ মানুষ কাজ পাননি। গত এক মাসের বেশি সময় ধরে তাঁরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ১০০ দিনের কাজ চেয়ে আবেদন করেছেন। ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুনীল বর্মন বলেন, “নিয়ম অনুযায়ী যারা ১০০ দিনের কাজ চেয়ে আবেদন করবেন, তাদের কাজ দিতে হবে। কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ আবেদনকারীদের একাংশকে কাজ দিচ্ছেন, বাকিদের কোনও কাজ দিচ্ছেন না। আমাদের বলা হচ্ছে, যারা বহু বছর ধরে কাজ করছেন তারাই পাবেন, বাকিরা পাবেন না। গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর, ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় ছয় হাজার বাসিন্দার জবকার্ড রয়েছে। তাদের মধ্যে চার হাজার বাসিন্দা কাজ পেয়েছেন। বাকিরা পাননি। বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা প্রধান এই প্রসঙ্গে বলেন, “আমরা নিয়ম মেনে বাসিন্দাদের কাজ দিচ্ছি। আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়।”
|
সিপিএম ও তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াল চোপড়ায়। সোমবার ঝাড়বাড়ি এলাকায়। ঘটনার পর এলাকার ৩১ নম্বর জাতীয় সড়ক ২ ঘণ্টা অবরোধ করে তৃণমূল। অভিযোগ, নিহত সিপিএম নেতা নাজির আহমেদের বাড়ির সামনে তাঁর পরিবারের উদ্দেশে গালিগালাজ করে তৃণমূলের সমর্থকেরা। পরিবারের লোক বাড়ির বাইরে এলে তাঁদের মারধর করা হয়। জোনাল সম্পাদক আনোয়ারুল হক বলেছেন, “তৃণমূল উদ্দেশ্য প্রণোদিত হামলা চালিয়েছে।” তৃণমূল নেতা সাইন আখতার বলেন, “রীতিমতে পরিকল্পিত ভাবে আমাদের উপরেই হামলা চালানো হয়েছে।”
|
সোমবার ট্রাক চাপা পড়ে দুটি গরু মারা যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল। হলদিবাড়ি শহরের উত্তরপাড়া এলাকায়। বাসিন্দারা ক্ষতিপূরণের দাবিতে ট্রাকটি আটকে বিক্ষোভ দেখান। |