পাহাড়ে শান্তির বার্তা দিতে এ বার দার্জিলিং জেলা পুলিশের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। যে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীরা স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবেন। আগামী ১২ জানুয়ারি ঘুম থেকে চৌরাস্তা পর্যন্ত ১৩ কিলোমিটার ওই ম্যারাথন দৌড়কে ঘিরে এখন মেতে উঠছে গোটা পাহাড়। অন্য দিকে উত্তরবঙ্গ উৎসবের অঙ্গ হিসাবে আগামী ২৩ জানুয়ারি শিলিগুড়িতে ৪২ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার এই দৌড়ের আয়োজন। সেই সঙ্গে থাকছে ৮ কিলোমিটার মিনি ম্যারাথন এবং ৫ কিলোমিটার ড্রিম রান। ম্যরাথন উপলক্ষ্যে স্লোগান প্রতিযোগিতাও হবে।
উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং অগ্রণী সঙ্ঘ শিলিগুড়িতে দৌড়ের উদ্যোক্তা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “গত বছর ৭ হাজার প্রতিযোগী দৌড়গুলিতে অংশ নিয়েছিলেন। দৌড়ের সূচনা অনুষ্ঠানে শ্যাম থাপা-সহ অনেকেই থাকবেন। সেরা প্রতিযোগীকে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।” পাহাড়ে অবশ্য এ বারই প্রথম এই ধরনের প্রতিযোগিতা হচ্ছে। তাতে ১৮ থেকে ৪৫ বছরের পুরুষ, মহিলা অংশ নিতে পারবেন। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা বিভাগ থাকছে। প্রতিটি বিভাগে সেরা দৌড়বিদকে ১ লক্ষ ২৫ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হচ্ছে। পাহাড় এবং শিলিগুড়ি ম্যারাথন উভয় প্রতিযোগিতাতে দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীরা পাবেন ৫০ এবং ২৫ হাজার টাকা করে। দুই ক্ষেত্রেই দশমস্থান পর্যন্ত প্রতিযোগীদের নগদ পুরস্কার দেওয়া হচ্ছে। দার্জিলিং জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “শান্তির জন্য এই দৌড় প্রতিযোগিতা। বিবেকানন্দের ১৫০ বছর পূর্তি এর মধ্য দিয়ে পালন করা হবে।”
পুলিশ আধিকারিক জানান, গত বছর অগস্টে শেষ বিক্ষোভ অবস্থান হয়েছিল পাহাড়ে। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে পাহাড় এখন সম্পূর্ণ শান্ত। তাই শান্তির বার্তা পৌছে দিতে, দার্জিলিংকে তুলে ধরতে এই ম্যারাথন প্রতিযোগিতার কথা ভাবা হয়। ২২ জানুয়ারি মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের সময় তাঁর হাত দিয়েই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। ১২ জানুয়ারি দৌড়ের সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী মদন মিত্র, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া এবং বিশ্বের ৭ টি শৃঙ্গ জয় করেছেন যিনি সেই পর্বতারোহী প্রেমলতা অগ্রবালও উপস্থিত থাকছেন দৌড়ের সূচনা অনুষ্ঠানে। দৌড়ে অংশ নেওয়ার ফর্ম দার্জিলিং সদর থানা-সহ অন্যান্য থানাগুলিতেও মিলবে। তা চাড়া উৎসাহীরা www.darjeelingpolice.com থেকেও ডাউনলোড করতে পারবেন। দক্ষিণবঙ্গ বা রাজ্যের বাইরে থেকে আসা প্রতিযোগীদের জন্য থাকা খাবার ব্যবস্থাও করবেন উদ্যোক্তারা। একই রকমভাবে শিলিগুড়িতেও বহিরাগত প্রতিযোগীদের জন্য।
শিলিগুড়িতে ২৩ জানুয়ারি ভোরে হাসমিচক থেকে দৌড় প্রতিযোগিতার শুরু। ৪২ কিলোমিটার ম্যারাথমে হাসমিচক থেকে মাল্লাগুড়িমোড়, দার্জিলিং মোড়, খাপরাইলমোড় সৈনিকপুরি মোড়, নিউ চমটা চা বাগান রোড, ৫৫ নম্বর জাতীয় সড়ক, গলমা চা বাগান, মিলনমোড়, চম্পাসারি মোড়, চেকপোস্টমোড়, ডনবস্ক স্কুল মোড়, ইস্টার্ন বাইপাস, ফুলেশ্বরী মোড় দিয়ে অগ্রণী সঙ্ঘ পর্যন্ত দৌড়বেন প্রতিযোগীরা। মিনি ম্যারাথন এয়ারভিউ মোড়, জলপাইমোড়, তিনবাতি মোড় নেতাজি মোড় হয়ে অগ্রণী সঙ্ঘে শেষ হবে। ড্রিম রান সেবক মোড়, পানিট্যাঙ্কি মোড়, বিধানরোড, তিলক রোড হয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শেষ হবে। |