আসবেন রাষ্ট্রপতি, সাজছে চাঁচল
হরে আসছেন রাষ্ট্রপতি। আর মাত্র দু’টো দিন। ১০ জানুয়ারি, শুক্রবার চাঁচলের সিদ্ধেশ্বরী ইন্সস্টিটিউশনের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গোটা চাঁচল জুড়ে এখন তাই সাজ সাজ রব। মোড়ের চা দোকান থেকে বাজার সর্বত্র আলোচনা এই সফর ঘিরেই।
হেলিকপ্টার নামার জায়গায় ২৪ ঘণ্টা কড়া নজরদারি করা শুরু হয়েছে। অনুষ্ঠানস্থলেও মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। শুধু তাই নয়, শহরের রাস্তাঘাটেও টহলদারি শুরু হয়েছে পুলিশ কর্মীদের। সন্দেহভাজন কাউকে দেখলে জেরা করছে পুলিশ। পুলিশ-প্রশাসনে ব্যস্ততার পাশাপাশি কোথাও যুদ্ধকালীন ভিত্তিতে রাস্তা তৈরি হচ্ছে। আবার কোথাও নতুন করে বসানো হচ্ছে বিদ্যুতের ট্রান্সফর্মার, বিদ্যুৎবাহী তার। একই সঙ্গে চলছে হেলিকপ্টার নামার জায়গা তৈরি ও সভাস্থলের মাঠ সংস্কারের কাজ। মালদহের পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “রাষ্ট্রপতির এই সফর ঘিরে নিরাপত্তার স্বার্থে জেলা পুলিশের তরফে যা যা করণীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশ-প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ১২৫ বছর পূর্তি উৎসবে যোগ দিতে রাষ্ট্রপতির সঙ্গে চাঁচলে আসার কথা রাজ্যপালেরও। ওই দিন বেলা ১টা ১০ মিনিটে চাঁচলে পৌঁছে স্কুলের অনুষ্ঠানে ৪০ মিনিট থাকবেন তিনি। স্কুলের সামনের মাঠে পাঁচ দিনব্যপী উৎসবের সূচনার পর চাঁচলের ভূমিপুত্র সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করবেন রাষ্ট্রপতি। এর পর চাঁচল থেকেই দিল্লিতে ফেরার কথা তাঁর। ওই দিন তাঁর মধ্যাহ্নভোজনের কথা ঠিক হলেও পরে বাতিল হয়।
স্কুল সূত্রে জানা যায়, ১৯৮৮ সালের ১৬ অগস্ট এই স্কুল প্রতিষ্ঠা হয়। সেই হিসেবে গত বছর অগস্ট মাসেই স্কুলের ১২৫ বছর পূর্ণ হয়। অগস্টে সে জন্য প্রথম পর্যায়ের উৎসব করা হয়। এ বার মূল অনুষ্ঠান। ১৪ জানুয়ারি প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব হবে। রাষ্ট্রপতির সফর নিয়ে শুক্রবারই চাঁচলে এসে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করে গিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকরা (ডাইরেক্টরেট অব সিকিউরিটিজ)। অনুষ্ঠানের জন্য চাঁচলের ৮টি হাই স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা করা হয়েছে ওই স্কুলগুলিতে। আজ, মঙ্গলবারই তাঁদের চাঁচলে পৌঁছনোর কথা।
স্কুল কর্তৃপক্ষের ব্যস্ততাও তুঙ্গে। পড়ুয়া-সহ অন্য অতিথিদের সভায় ঢোকার বন্দোবস্ত করতে নিরাপত্তা বিধি মেনে চলছে পরিচয়পত্র তৈরির কাজ। স্কুলভবন রং ও সাফসুতরো হচ্ছে। তার ৫ দিন আগে তাই ব্যস্ততা শুরু হয়ছে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কলিগ্রাম গার্লস স্কুলের সামনের মাঠে হেলিকপ্টার নামার জায়গা তৈরি হয়েছে। বায়ুসেনার ৩টি হেলিকপ্টারের একটিতে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল থাকবেন। বাকি দুটিতে থাকবেন পারিষদরা। সেখান থেকে দু’কিলোমিটার দূরে অনুষ্ঠানস্থলে আসবেন। ওই রাস্তার দু’দিক বাঁশের ব্যরিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। হেলিকপ্টার থেকে নামার পর সেখান থেকে রাজ্য সড়কে ওঠার রাস্তা, স্কুলগামী রাস্তা-সহ রাষ্ট্রপতির যাতায়াতের পথ সবকটি কংক্রিটের তৈরি হচ্ছে। কলিগ্রাম থেকে চাঁচলে আসার রাস্তাও নতুন করে তৈরি করেছে পূর্ত দফতর। সভাস্থলে ঢোকার জন্য তৈরি হচ্ছে ৫টি গেট। প্রধান শিক্ষক আসরারুল হক এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি দেবজ্যোতি দাস একযোগে বলেন, “আমরা গর্বিত। রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে আমরা তৈরি।”
রাষ্ট্রপতির হাত দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও গত শুক্রবার থেকেই নানা ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসব শুরু হয়ে গিয়েছে। শনিবার আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। রবিবার ছিল প্রদর্শনী ফুটবল ম্যাচ। তাতে কালিম্পং, দিনহাটা, মালদহ এবং চাঁচলের চারটি দল অংশ নিয়েছিল।

সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন
• স্থাপিতঃ ১৮৮৮ (১৮৮১ সালে মডার্ন ইংলিশ স্কুল নামে শুরু ৩ ছাত্র নিয়ে)।
• ১৮৮৮ সালে চাঁচলের জমিদার ঈশ্বরচন্দ্র রায় বাহাদুরের স্ত্রী সিদ্ধেশ্বরীর নামে সরকারি অনুমোদন পেয়ে যাত্রা শুরু করে।
• ছাত্র সংখ্যা ছিল ২০ জন।
• বর্তমানে ছাত্র সংখ্যা: ২১০০। দশম শ্রেণি পর্যন্ত শুধু ছাত্রদের জন্য। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মেয়েরাও পড়ে। কলা, বিজ্ঞান ও বাণিজ্য পড়ানো হয়।
• ২০১৩ উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ২৭৬, পাশ ২৫৩, সর্বোচ্চ: ঔন্দ্রিলা মজুমদার (৪৫৪), জেলায় প্রথম)।


জেলার অন্যতম পুরনো ও
ঐতিহ্যবাহী স্কুলটির প্রধান
শিক্ষক হতে পেরে গর্বিত।
ভবিষ্যতেও স্কুলের সুনাম
বজায় রাখতে সব রকম
প্রয়াস আমরা বজায় রাখব।
আসরারুল হক,

সিদ্ধেশ্বরী স্কুলের ছাত্র
হিসেবে গর্ববোধ করি।
আশা করি ভবিষ্যতেও
স্কুলের সুনাম বজায়
থাকবে। আর রাষ্ট্রপতির
আগমন স্কুলকে অন্য মাত্রায়
পৌঁছে দেবে বলে মনে করি।
পীযূষ দাস,

দেশের রাষ্ট্রপতি প্রণব
মুখোপাধ্যায় আসছেন
যে স্কুলের ১২৫ বছর
পূর্তি অনুষ্ঠানে, সেখানে
ছেলে পড়াশুনা করে এটা
ভাবতেই আমার ভাল লাগছে।
ইনতাজ হোসেন,
কৃতীরা
১. শিবরাম চক্রবর্তী (সাহিত্যিক)
২. বিষ্ণুব্রত ভট্টাচার্য (শিক্ষাব্রতী)
৩। সোমনাথ ঝাঁ (জাপানে কর্মরত সংখ্যা-বিজ্ঞানী)
৪. গোলাম ইয়াজদানী (চিকিৎসক ও সাংসদ)
৫. চারুচন্দ্র ভট্টাচার্য (সাহিত্যিক)।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.