টুকরো খবর
রেজিনগরে অধীরের তোপ, হুমায়ুনের পাল্টা বহরমপুরে
একে অন্যের এলাকায় গিয়ে তোপ দাগা বন্ধ করলেন না অধীর চৌধুরী এবং হুমায়ুন কবীর। তবে ক’দিন আগে দলের নেতা-মন্ত্রীদের সমালোচনা করে নেতৃত্বের কাছ থেকে সতর্কবার্তা পাওয়া হুমায়ুন এ দিন বেফাঁস মন্তব্য করেননি। সোমবার রেজিনগরের স্টেশন লাগোয়া মাঠে কংগ্রেসের সভায় অধীর বলেন, “দিদির (তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) আদরে বাঁদর হয়েছে। বাঁদরামি সিধা থাকে বেতের কাছে। দিদির বেত নেই, তাই বাঁদরামি বাড়ছে। বাঁদরামি বেশি দিন সহ্য করবে না বলে রেজিনগর বিধানসভার উপনির্বাচনে মানুষ তাঁকে হারিয়েছে।” অধীর এই মন্তব্য করেন ১৮ ডিসেম্বর রেজিনগরেরই শক্তিপুরে কংগ্রেসের সভায় তৃণমূলের হামলার অভিযোগ প্রসঙ্গে। ওই হামলায় অভিযুক্ত মুর্শিদাবাদ জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি হুমায়ুন কবীর। অধীরের ‘খাসতালুক’ বহরমপুরের সুইমিং পুল চত্বরে জেলা যুব তৃণমূলের সভা থেকে একের পর এক প্রকল্প নিয়ে তাঁকে পাল্টা বিঁধেছেন হুমায়ুন। ‘কান্দি মাস্টারপ্ল্যান প্রকল্প’ (কান্দি এবং বীরভূমে বন্যা ঠেকাতে প্রকল্প), সাঁইথিয়া-চৌরিগাছা রেললাইন ও নশিপুর রেলসেতুর কাজ না হওয়ায় কটাক্ষ করেছেন। বলেন, “কয়েক দশক কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও মুর্শিদাবাদ কেন পিছিয়ে পড়া জেলা তার জবাব কে দেবে?” পরে হুমায়ুন বলেছেন, “সাংসদের মন্তব্যের প্রতিক্রিয়ার জবাব দেওয়া হবে রাজনৈতিক ভাবে।” অধীরের দাবি, সাঁইথিয়া-চৌরিগাছা প্রকল্পের সমীক্ষা হচ্ছে। তাঁর কথায়, “তৃণমূলের তিন জন প্রাক্তন রেলমন্ত্রী নশিপুর রেলসেতুর জন্য কিছু করেননি।”

আজ আমলাশোলে মুখ্যমন্ত্রী

ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর সভার
প্রস্তুতি চলছে। ছবি: দেবরাজ ঘোষ।

আমলাশোলে মুখ্যমন্ত্রীর সভাস্থলে
লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা
আজ, মঙ্গলবার আকাশপথে বেলপাহাড়ির আমলাশোলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রের খবর, এ দিন আমলাশোলের সরকারি অনুষ্ঠান শেষে সাড়ে সাত কিলোমিটার পথ গাড়িতে কদমডিহা পর্যন্ত এসে সেখান থেকে হেলিকপ্টারে ঝাড়গ্রামে এসে পৌঁছনোর কথা মমতার। তবে বিকল্প ব্যবস্থায় মুখ্যমন্ত্রী কদমডিহা থেকে সড়কপথে ঝাড়গ্রামে আসতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর। রাতে ঝাড়গ্রাম রাজবাড়িতে থাকার পর কাল, বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। বুধবার ঝাড়গ্রামে ‘কন্যাশ্রী মেলা’র উদ্বোধন করার কথা তাঁর। জঙ্গলমহলের প্রায় দেড় হাজার ছাত্রীকে ওই মেলা থেকে কন্যাশ্রী প্রকল্পের আবেদনপত্র দেওয়া হবে। পূরণ করা আবেদনপত্র জমা নেওয়ারও ব্যবস্থা থাকছে মেলায়। তবে প্রশাসন সূ্ত্রের খবর, ঝাড়গ্রাম স্টেডিয়ামের সভা থেকেই আনুষ্ঠানিক ভাবে কন্যাশ্রী মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী মেলাটি হচ্ছে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় নেতাজি আদর্শ হাইস্কুল মাঠে। বুধবার বিকেলে ঝাড়গ্রাম থেকে সড়কপথে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।

পুরনো খবর:
আজ উদ্বোধন শহিদ মিনারের
২০০৭ সালে জমিরক্ষা আন্দোলনে নিহতদের স্মরণে নন্দীগ্রামের ভাঙ্গাবেড়ায় নির্মিত ১৩০ ফুট উচ্চতার শহিদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ। ২০০৭ সালের ৭ জানুয়ারি ভোরে ভাঙ্গাবেড়ায় জমিরক্ষা আন্দোলনকারী ভরত মণ্ডল, শেখ সেলিম ও বিশ্বজিৎ মাইতি নামে তিন জন নিহত হন। ওই ঘটনার স্মরণে প্রতি বছর ৭ জানুয়ারি ভোরে সোনাচূড়া থেকে ভাঙ্গাবেড়া পর্যন্ত মৌনমিছিল করেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সমর্থকরা। এ বার ওই ঘটনার সপ্তম বর্ষ পূর্তির দিনে, সাংসদ শুভেন্দু অধিকারীর উদ্যোগে তৈরি শহিদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শুভেন্দু আগেই ঘোষণা করেছেন ওই শহিদ মিনারের উদ্বোধন করবেন গোকুলনগরের রাধারানি আড়ি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জমি আন্দোলনে শহিদ শেখ ইমাদুল ইসলামের মা তথা নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামের ভাঙ্গাবেড়ায় তালপাটিখালের সেতুর কাছে নির্মিত হয়েছে শহিদ মিনার। ওই শহিদ মিনারের কাছেই চাষজমির মাঠে এদিন সমাবেশ হবে। অনুষ্ঠানে শহিদদের উদ্দেশে নীরবতা পালন, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি হবে। শুভেন্দু বলেন, “দুপুর ১টায় শহিদ মিনারের উদ্বোধন। নন্দীগ্রাম, খেজুরি, হলদিয়া মিলিয়ে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হবে আশা করছি। এটি কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। আমরা আলাদা ভাবে কাউকে আমন্ত্রণ করিনি। স্বতঃস্ফূর্ত ভাবে যাঁরা আসবেন, তাঁদের সবাইকে স্বাগত জানাচ্ছি।

মাধ্যমিকে বিশেষ নজর ৫৬ কেন্দ্রে
মাধ্যমিক পরীক্ষায় বিশেষ নজরদারির জন্য রাজ্য প্রশাসনের কাছে কয়েকটি জেলার বেশ কিছু ‘স্পর্শকাতর’ কেন্দ্রের তালিকা জমা দিল মধ্যশিক্ষা পর্ষদ। ২৪ ফেব্রুয়ারি মাধ্যমিক শুরু হচ্ছে। তার আগে পর্ষদের জমা দেওয়া তালিকায় রয়েছে দুই দিনাজপুর, মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা। পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, গত বারের পরীক্ষায় ওই সব জেলার বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়িয়েছিল। তাই ওই সব জেলার ৫৫-৫৬টি কেন্দ্রে বিশেষ নজরদারি চায় পর্ষদ। ওই সব পরীক্ষা কেন্দ্রে ভিডিওগ্রাফির ব্যবস্থা হবে। তার দায়িত্বে থাকবে জেলা প্রশাসন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার এক মাস আগে তাদের তালিকা জমা দেবে বলে জানিয়েছে। পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ দিন বৈঠক ছিল।

প্রয়াত চিত্রশিল্পী বি আর পানেসর
প্রয়াত হলেন চিত্রশিল্পী বলদেব রাজ পানেসর (৮৭)। সোমবার সকালে কলকাতায় তাঁর মৃত্যু হয়। মূলত কোলাজশিল্পী হিসেবে পরিচিত পানেসরের জন্ম ১৯২৭-এ, পঞ্জাবের হোসিয়ারপুরে। রাশিবিজ্ঞান নিয়ে পড়তে এ শহরে আসা। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে গবেষণা, পরে চাকরি। কোলাজশিল্পের প্রতি আকর্ষণ ছিলই। সেটা বাড়ে আইএসআইয়ে প্রশান্তচন্দ্র মহলানবিশ ও মোহনলাল গঙ্গোপাধ্যায়ের সান্নিধ্যে এসে। ‘হিউম্যান কোলাজ’ নিয়ে কাজ শুরু করেন পানেসর। স্বশিক্ষিত এই শিল্পী ক্রমে উঠে আসেন উপরের দিকে। দেশে-বিদেশে বহু প্রদর্শনীতে দেখানো হয়েছে তাঁর কোলাজ, গ্রাফিক্স ও পেন্টিং। ১৯৭৪ থেকে সদস্য ছিলেন ‘সোসাইটি অব কন্টেম্পোরারি আর্টিস্টস’-এর। বিশিষ্ট কোলাজশিল্পী শাকিলার শিক্ষা পানেসরের কাছেই।

ছাত্রভোট-মামলা
ঘোষিত সূচি মেনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোট হবে কি না, এখন তা নির্ভর করছে আদালতের রায়ের উপরে। ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন আর আজ, মঙ্গলবার মনোনয়নপত্র জমা নেওয়ার কথা। তার আগে, সোমবার বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এক ছাত্র। উপাচার্য এ দিন আচার্য-রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.