এপ্রিলের মাঝামাঝি লোকসভার ভোট ধরে নিয়ে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্ত ও রাজ্যের আইজি (আইন-শৃঙ্খলা) অনুজ শর্মা দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। কমিশন সূত্রে খবর, রাজ্য জুড়ে কয়েক দফার নির্বাচনে কত নিরাপত্তা বাহিনী লাগবে, তার মধ্যে সরকার কত দিতে পারবে, মূলত তাই নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
এ দিনই রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাজ্যে এ বার নতুন ভোটার বেড়েছে ২৭ লক্ষ ৮৭ হাজার ৭৭২ জন। গত বছরের ভোটার তালিকার নিরিখে নতুন ভোটার বেড়েছে ৪.৬ শতাংশ হারে। কমিশন সূত্রে জানানো হয়েছে, সাধারণত নির্বাচনের বছরে নতুন ভোটারের সংখ্যা বেশি হয়। এ বারেও তাই হয়েছে। তবে মৃত্যু ও অন্যান্য কারণে বাদ গিয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৮৮০ জনের নাম। মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ২৪ লক্ষ ৬৮ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৪ লক্ষ ৮৯ হাজার ৯৪৯, মহিলা ২ কোটি ৯৯ লক্ষ ৭৮ হাজার ৫২৬ জন।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে রাজ্য মুখ্য নির্বাচনী অফিসের সচিব বরুণ রায় বলেন, “এ বার ১৮ থেকে ১৯ বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা হয়েছে ১৩ লক্ষ ৭৯ হাজার ৮২০ জন। সব মিলিয়ে এই সদ্য ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২১ লক্ষ।” নির্বাচনী অফিস থেকে জানানো হয়েছে, রাজ্যে প্রায় ১০০ শতাংশ ভোটারেরই স্বচিত্র ভোটার পরিচয়পত্র তৈরি হয়েছে। তৈরি হয়েছে একশো শতাংশ স্বচিত্র ভোটার তালিকাও।
পরিচয়পত্রে ভুল থাকলে তা সংশোধন করা, পরিচয়পত্র হারিয়ে গেলে তা নতুন করে করার জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে বিশেষ শিবির করা হবে। শিবির হবে ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি। |