ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
প্রতিশ্রুতি মতো পুনর্বাসন, চাকরি ও ক্ষতিপূরনের দাবিতে বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন বড়জোড়ায় ট্রান্স দামোদর কয়লাখনির জমিহারাদের সংগঠন ‘আম জনতা ল্যান্ড লুজারর্স অ্যাসোসিয়েশন’-র সদস্যেরা। সোমবার বড়জোড়ায় বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়। ওই কমিটির অন্যতম সদস্য তাপস ধাড়া, সত্যজিৎ কারাটরা বলেন, “জমি দিলে ক্ষতিপূরণ সহ কোলিয়ারিতে চাকরি, পুনর্বাসনের আশ্বাস দিয়েছিল কোলিয়ারি কর্তৃপক্ষ। কিন্তু খনি চালু হলেও প্রতিশ্রুতি পালন করেননি বিধায়ক।” দ্রুত দাবি মেটার আশ্বাস দেওয়ায় কিছু পরেই ছেড়ে দেওয়া হয়। আশুতোষবাবু বলেন, “পুনর্বাসন দেওয়ার জন্য আবাসন তৈরি হয়ে গিয়েছে। সেখানে বিদ্যুৎ দেওয়া হলেই পুনর্বাসন দেওয়া হবে।”
|
কংগ্রেসের দাবি
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
মধ্যমগ্রামের ধর্ষণ-কাণ্ড ও সারদা কাণ্ডে সিবিআই তদন্ত দাবি করে কংগ্রেস কর্মীরা সোমবার বাঁকুড়া শহরে মানব বন্ধন করলেন। পরে জেলা শাসকের কাছে ওই দাবি নিয়ে তাঁরা স্মারকলিপি দেন।
|
দোকানে আগুন
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
মানবাজারের মাঝপাড়ায় একটি দর্জির দোকান ভস্মীভূত হয়েছে। শনিবারের ঘটনা। ওই দর্জি সেলিম খানের দাবি, পাঁচটা সেলাই মেশিন ও বহু কাপড় পুড়ে গিয়েছে। |