মন্দিরে চুরি, রাস্তা অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মিনাখাঁ |
মন্দিরে ঢুকে বিগ্রহের গয়না চুরির অভিযোগ উঠল বসিরহাটের মিনাখাঁয়। সোমবার ভোরে মেরুলিবাজারের একটি পুরনো গ্রহরাজ মন্দিরের দরজার তালা ভাঙা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পাঁচ ভরি সোনার গয়না ও সাত ভরি রুপোর গয়না-সহ মন্দিরের অন্যান্য জিনিসপত্রও নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বহু পুরনো এই মন্দিরে এমন একটি চুরির ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সোমবার সকাল ৯টা থেকে এক ঘণ্টা বসিরহাট-মালঞ্চ রোড অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে দুষ্কতীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে অবরোধ তোলে।
|
বাপ্পা খুনে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
গত বছরের ৫ সেপ্টেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শ্মশানে খুন করা হয় শ্রীনগরের বাসিন্দা বাপ্পা ওরফে গোপাল বিশ্বাসকে। গত বছরই লক্ষী পুজোর দিন বাজারে যাওয়ার পথে খুন হন বাপ্পার বাবা সঞ্জয় বিশ্বাস। দু’টি ক্ষেত্রেই মাথা থেঁতলে খুন করা হয়। দুই খুনের মূল অভিযুক্ত শ্রীনগরের বাসিন্দা মনোতোষ ঘোষকে সোমবার সকালে মুম্বই থেকে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের একটি দল। ট্রানজিট রিমান্ডে তাকে এ দিন হাবরায় নিয়ে আসা হয়। দুই খুনের ঘটনায় আগেই চার জনকে গ্রেফতার করা হয়েছে।
|
জেটিঘাটের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
দক্ষিণ ২৪ পরগনার সাগরে মুড়িগঙ্গা নদীতে চর পড়ার কারণে কাকদ্বীপের লট-৮ ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে নির্মাণ করা হয়েছে একটি স্থায়ী কংক্রিটের জেটি। বৃহস্পতিবার ওই জেটির উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী মন্টুরাম পাখিরা। মাত্র ৯ মাসের মধ্যে ৬ কোটি টাকা ব্যয়ে এই জেটিঘাটটি তৈরি করা হয়েছে বলে জানান মন্ত্রী।
|
জয়ী শান্তি সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
১০দিন ব্যাপী ১৬ দলের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাহিরসোনা শান্তি সঙ্ঘ। সম্প্রতি ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ সংলগ্ন ময়দানে তারা সাত উইকেটে হারিয়ে দেয় ধলীরবাটি সেবাব্রতী সঙ্ঘকে। ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন জয়ী দলের বিশ্বনাথ সর্দার। |