বনগাঁ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সিপিএমের জয়ন্ত কুমার দাস তৃণমূলে যোগ দিলেন। পাশপাশি ‘নৈতিকতার’ কারণ দেখিয়ে সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। সোমবার বনগাঁর মহকুমাশাসকের দফতরে গিয়ে নিজের সদস্যপদ ছাড়ার জন্য লিখিত আবেদন করেন তিনি।
মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য বলেন, “কেউ স্বেচ্ছায় নিজের সদস্য পদ ছাড়ার জন্য আবেদন জানালে সদস্য পদ এমনিতেই চলে যায়।” সদস্যপদ ছাড়ার পরে জয়ন্তবাবু বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক সুরজিৎ বিশ্বাস এবং স্থানীয় তৃণমূল নেতা অলোক নন্দীর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। তাঁকে তৃণমূলে স্বাগত জানিয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল বিধায়ক। জয়ন্তবাবু বলেন, “নৈতিকতার কারণেই সদস্যপদ ছেড়েছি।” যদিও এ ব্যাপারে তৃণমূলের জেলা পর্যবেক্ষক ও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “দলের অনুমতি ছাড়া কাউকে দলে নেওয়া যায় না। এ ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সুরজিৎবাবুর সঙ্গে কথা বলব।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জয়ন্তবাবুর বিরুদ্ধে সর্বশিক্ষা মিশনের ২ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেলি। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে তাঁর গ্রেফতারির দাবিতে আন্দোলন করা হয়। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সুরজিৎবাবু বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। জয়ন্তবাবুর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তা মিথ্যা।”
|