একশো দিনের কাজে জব কার্ডধারীরা নিয়ম অনুযায়ী ‘জিরো ব্যালান্স অ্যাকাউন্ট’ খুলতে পারবেন। কিন্তু অভিযোগ, ডোমকলের কুপিলা পোস্ট আফিসের পোস্ট মাস্টার আব্দুল কাদের বিশ্বাস অ্যাকাউন্ট খুলতে গ্রাহকদের কাছ থেকে একশো দাবি করছেন। দিতে না পারলে বেঁকে বসছেন তিনি। ডোমকলের মহকুমাশাসক পুষ্পেন্দু মিত্র বলেন, ‘‘জবকার্ডের জন্য জিরো ব্যালান্সে অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাঙ্ক ও পোস্ট অফিসকে। ওই পোস্ট অফিস কেন এমনটা করছে তা খতিয়ে দেখতে বিডিওকে নির্দেশ দিয়েছি।” পোস্ট মাস্টার আব্দুল কাদেরের অবশ্য সাফ কথা, ‘‘১০০ টাকা না দিলে অ্যাকাউন্ট খোলা অসম্ভব।” এমত অবস্থায় আতান্তরে পড়েছেন কুপিলার বাসিন্দারা। কারণ প্রায় দশ হাজারের লোকের বাস এই গ্রামে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা নেই। ভরসা শুধু এই পোস্ট অফিসই। গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘‘পাড়ার বেশ কয়েকজন পোস্ট অফিসে এসেছিলাম অ্যাকাউন্ট খুলতে। জানতাম কোনও টাকা ছাড়াই অ্যাকাউন্ট খোলা যাবে। কিন্তু পোস্ট মাস্টার ১০০ টাকা না দিলে অ্যাকাউন্ট খোলা যাবে না বলে জানিয়েছেন।”
স্থানীয় রায়পুর পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের শামিমা বিশ্বাস বলেন, ‘‘ওই পোস্ট মাষ্টার কেন এমনটা করছেন তা দেখার জন্য ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে দেখতে বলব। এমনটা চলতে থাকলে প্রয়োজনে ওই পোস্ট মাস্টারের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।’’ জেলার ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট জগন্নাথ বিশ্বাস বলেন, ‘‘জবকার্ডধারীদের ‘জিরো ব্যালান্স অ্যাকাউন্ট’ খুলতে কোনও টাকা লাগে না। কেন ওই পোস্ট মাস্টার টাকার দাবি করছেন তা খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে।’’ |