টুকরো খবর |
ঝাড়গ্রামে কন্যাশ্রী মেলা শুরু
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রামে কন্যাশ্রী মেলার প্রস্তুতি।—নিজস্ব চিত্র। |
অসময়ে মেয়েদের বিয়ে ঠেকাতে এবং স্কুলছুটের হার কমাতে কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ওই ‘স্বপ্নের প্রকল্প’কে ঘিরে এ বার মেলার আয়োজন করছে প্রশাসন। কাল, বুধবার ৮ জানুয়ারি ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় নেতাজি আদর্শ হাইস্কুল মাঠে একদিনের ‘কন্যাশ্রী মেলা’র আয়োজন করেছে জেলা প্রশাসন। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে এক প্রশাসনিক সভা থেকে কন্যাশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে জঙ্গলমহলের দশ হাজার স্কুল ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আবেদনপত্র জমা দিয়েছেন। প্রশাসনিক সূত্রের খবর, মেলায় আরও দেড় হাজার স্কুল ছাত্রীকে আবেদনপত্র বিলি করা হবে। পূরণ করা আবেদনপত্রগুলি জমা নেওয়ারও ব্যবস্থাও থাকবে কন্যাশ্রী মেলায়। পাশাপাশি, পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ৫টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের স্টলও থাকবে মেলায়।
|
ফুটবলে চ্যাম্পিয়ন পশ্চিম
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলার ক্রীড়া ক্ষেত্রের সাফল্যের মুকুটে আরও একটি পালক জুড়ল। অনুর্ধ্ব ১৪ স্কুল ফুটবলে রাজ্য চ্যাম্পিয়ন হল পশ্চিম মেদিনীপুর। সোমবার ফাইনালে তারা উত্তর ২৪ পরগনাকে ২-০ গোলে হারিয়েছে। খেলাটি হয় উত্তর ২৪ পরগনার বানিপুরে। এ বার ৫৯ তম অনুর্ধ্ব ১৪ রাজ্য স্কুল ফুটবল (বালক) চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল উত্তর ২৪ পরগনার বানিপুরে। সবমিলিয়ে ৮টি জেলা অংশগ্রহন করে। রবিবার ছিল কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে পশ্চিম মেদিনীপুরের মুখোমুখি হয় হুগলি। ১-০ গোলে জেতে পশ্চিম মেদিনীপুর। সোমবার সকালে সেমিফাইনালে এ জেলার মুখোমুখি হয় নদিয়া। নদিয়াকে বড় ব্যবধানে (৪-০) হারায় পশ্চিম মেদিনীপুর। দুপুরে ফাইনাল ম্যাচে এ জেলার মুখোমুখি হয় উত্তর ২৪ পরগনা। ফাইনালে উত্তর ২৪ পরগনাকে ২-০ গোলে হারিয়ে দেয় পশ্চিম মেদিনীপুর। গোল দু’টি করে সুশান্ত হাঁসদা এবং মেহবুব আলম।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম কল্পনা বেরা (১৫)। সোমবার সকালে ভূপতিনগর থানার ধান্যহরি গ্রামের ঘটনা। পরিবারের লোকেরা জানিয়েছে, নবম শ্রেণির ছাত্রী কল্পনাকে বকাঝকা করা হয়েছিল। তারই জেরে সম্ভবত গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে সে। পুলিশ মৃতদেহ ময়না-তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পাঁশকুড়া |
পানবোঝাই লরি যাচ্ছিল পাঁশকুড়া স্টেশনের দিকে। পথে প্রতাপপুর মোড়ের কাছে ধাক্কা মারল এক সাইকেল আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপর লরিটি রাস্তার ধারে একটি বাড়িতে ধাক্কা মারে। জখম হয়েছেন লরির চালক, খালাসি-সহ তিন জন। সোমবার রাত ৯টা নাগাদ তমলুক-পাঁশকুড়া রাস্তায় দুর্ঘটনাটি ঘটে।
|
ক্রিকেট, ফুটবল
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পানিপারুলের বোলকুশদায় নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় কলকাতা ৫১ পল্লি অগ্রণী সঙ্ঘকে হারিয়ে জয়ী হল ওড়িশার বাবা চন্দনেশ্বর ক্রিকেট একাদশ। অন্য দিকে, এগরা শরৎ স্মৃতি কাপ সেমিফাইনালে এগরার নবরূপ ক্লাব ট্রাইব্রেকারে ৭-৬ গোলে কলকাতার সোনালী শিবিরকে হারাল।
|
ইমামদের সভা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ইমাম, মোয়াজ্জেম ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোমবার হলদিয়া পুরসভার রবীন্দ্র-নজরুল মুক্ত মঞ্চে পূর্ব মেদিনীপুর জেলা ইমামস ওয়েলফেয়ার সোসাইটি সমাবেশ করল। সভায় সাংসদ শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন।
|
মিলন উৎসব
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
খেজুরি-২ ব্লকের দেউলপোতা গ্রামে রবিবার বার্ষিক মিলন উৎসবের উদ্বোধন করলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত জাতীয় অ্যাথলিট সোমা বিশ্বাস। দেউলপোতা গ্রাম্যগোষ্ঠীর ওয়েবসাইটের উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী।
|
স্কুলের সুবর্ণজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তমলুকের ডিমারি বালিকা বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন হল সোমবার। বিকেলে শহিদ মাতঙ্গিনী ও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উদ্বোধন করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।
|
সংবর্ধনা সভা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পটাশপুরের প্রতাপদিঘি বিদ্যাসাগর মেলা প্রাঙ্গণে সোমবার সকালে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় মন্মথ দাস, বরেন্দ্রনাথ পাত্র, জগদীশ মিশ্রকে সংবর্ধনা দেওয়া হয়।
|
ঠিকানা বদল |
|
ছবি: কৌশিক মিশ্র। |
এগরার মহকুমাশাসকের কার্যালয়ের নতুন ঠিকানা এগরা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের আকলাবাদের নতুন প্রশাসনিক ভবন। ২০০৯ সালে এই ভবনটি তৈরির কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। ভবনের কাজ শেষের আগেই তড়িঘড়ি কার্যালয়ের স্থান বদল হল। এই প্রসঙ্গে মহকুমাশাসক অসীম বিশ্বাস জানান, “পুরনো কার্যালয়ের অল্প জায়গায় কাজের অসুবিধার জন্যই কার্যালয় বদল করা হল।” |
|