শুভেন্দুকে স্বাগত জানাতে তোরণ নেতাই গ্রামের রাস্তায়
জ, মঙ্গলবার ৭ জানুয়ারি ‘নেতাই দিবস’। নেতাইয়ের ঘটনার তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আজ, সকাল দশটায় নেতাই শহিদ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্য যুব তৃণমূলের সভাপতি শুভেন্দু অধিকারী। নেতাই গ্রামের শহিদ বেদিতে মার্ল্যাপণ করবেন শুভেন্দু। তমলুকের সাংসদকে স্বাগত জানাতে নেতাই গ্রামের রাস্তায় তোরণ তৈরি করা হয়েছে।
২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে সিপিএমের সশস্ত্র শিবির থেকে গুলির ঘটনায় ৪ মহিলা-সহ নিহত হয়েছিলেন ৯ গ্রামবাসী। আহত হন ২৮ জন। নেতাই-কাণ্ডকে হাতিয়ার করে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে অভাবনীয় ফল করেছিল তৃণমূল। প্রতি বছর এই দিনে নেতাই শহিদ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে অনুষ্ঠান করা হয়। রাজ্যের ক্ষমতায় আসার পর ২০১২ সালে নেতাইয়ের ঘটনার প্রথম বর্ষপূর্তিতে লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের মাঠে যুব তৃণমূলের এক সমাবেশে হাজির ছিলেন শুভেন্দু-সহ তৃণমূলের অনেক নেতা-মন্ত্রী। দু’বছর আগে ওই সমাবেশে মুকুল রায়ের মোবাইল মারফত জনতার উদ্দেশ্যে বক্তৃতাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর নেতাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজ্য যুব তৃণমূলের সভাপতি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লালগড় থেকে নেতাই পর্যন্ত পদযাত্রা করা হয়েছিল। এ বারও তৃতীয় বর্ষপূর্তিতে নেতাইয়ে আসছেন শুভেন্দু।

নেতাই গ্রামের রাস্তায় শহিদ দিবসের তোরণ।—নিজস্ব চিত্র।
পক্ষান্তরে, মঙ্গলবার নেতাই দিবসের দিনে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলপাহাড়ির আমলাশোলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতার আর নেতাই যাওয়া হয়নি। ফলে, বিশেষ দিনটিতে মুখ্যমন্ত্রী জেলায় থাকলেও নেতাইয়ে আসছেন না শুনে কিছুটা আশাহত নেতাইবাসী। তবে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ত্রস্ত রয়েছে প্রশাসন। তাই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় লালগড়ের বাঘাকুলি থেকে নেতাই গ্রামের শহিদবেদি পর্যন্ত রাস্তাটির প্রথম পর্যায়ের কাজ মোটামুটি ভাবে শেষ করা হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ২০১১ সালের অক্টোবরে বাঘাকুলি থেকে নেতাই হয়ে ডাইনটিকরি পর্যন্ত ৬ কিমি কাঁচা রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় পিচ রাস্তা করার ঘোষণা করেছিলেন। কিন্তু নানা কারণে রাস্তাটি তৈরি করতে গড়িমসি হয়। ৬ কিমি রাস্তাটির জন্য ৪ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। আপাতত, ৩ কিলোমিটার (লালগড় থেকে নেতাই শহিদ বেদি) রাস্তার কাজ দ্রুত শেষ করা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.