|
|
|
|
লোকসভা ভোটে লড়বেন না মুন্ডা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি
৬ জানুয়ারি |
লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা অর্জুন মুন্ডা। বিজেপি-র প্রচারে তিনি গোটা রাজ্যে ঘুরে ঘুরে কাজ করবেন। আজ জামশেদপুরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন মুন্ডা। গত বারের লোকসভা নির্বাচনে জামশেদপুর আসনে তিনি জয়লাভ করেছিলেন।
মুন্ডা বলেন, “দলে অনেক নতুন সদস্য রয়েছেন। তাঁদের এগিয়ে নিয়ে যেতে হবে। সে কারণেই লোকসভা নির্বাচনে প্রার্থী হব না।” তবে, বিধানসভা ভোটে তিনি লড়াই করবেন বলে জানিয়েছেন। দলীয় সূত্রে জানা গিয়েছিল, জামশেদপুর বা সিংভূমে মধু কোড়ার কেন্দ্রে প্রার্থী হতে পারেন অর্জুন। মুন্ডা সরে দাঁড়ানোয় রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দীনেশানন্দ গোস্বামী, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী রঘুবর দাস, আভা পাণ্ডের মধ্যে কাউকে জামশেদপুরে প্রার্থী করা হতে পারে।
রাজনৈতিক মহলের একাংশ বলছেন, দিল্লিতে আম আদমি পার্টির উত্থানে কিছুটা হলেও আশঙ্কিত বিজেপি। লোকসভা নির্বাচনে তা-ই নতুন মুখ এগিয়ে আনতে চাইছে দলীয় নেতৃত্ব। কারণ, মুন্ডা ক্ষমতায় থাকাকালীন ঝাড়খণ্ডে কোনও উন্নতি হয়নি বলে বিরোধীরা সরব হয়েছিল। সেই অস্ত্র ফের আসন্ন নির্বাচনেও যে কেউ ব্যবহার করতে পারে।
তাই আগেভাগেই সতর্ক থাকতে চাইছে বিজেপি।
দলের রাজ্য সভাপতি রবীন্দ্র রাই অবশ্য ‘আপ’কে ঝাড়খণ্ডে ‘ফেসবুক দল’ হিসেবেই দেখছেন। তিনি বলেন, “ওই দলের (আপ) কোনও বাস্তবতা এ রাজ্যে নেই। মুন্ডা’জির উপরে ১৪টি আসনে প্রার্থীদের জেতানোর দায়িত্ব রয়েছে। তাই তিনি ভোটে লড়ছেন না।”
মুন্ডার ঘোষণার প্রেক্ষিতে আপ-এর রাঁচি জেলার আহ্বায়ক অজয় চৌধুরি বলেন, “উনি এই সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছেন। কারণ, নির্বাচনে ওঁর হাল দিল্লির শীলা দীক্ষিতের মতোই হতো।” তাঁর বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতা এ বার পরাজয়ের ভয়ে ভোটের ময়দানে না-নামার সিদ্ধান্ত নিচ্ছেন। কেউ কেউ কেন্দ্র বদল করার চেষ্টায় রয়েছেন। রাঁচি, জামশেদপুর, হাজারিবাগে আপ সংগঠন অত্যন্ত মজবুত। কোনও দলই তাঁদের সঙ্গে টক্কর নিতে পারবে না। |
|
|
|
|
|