টুকরো খবর
রেসের মাঠে হাঙ্গামায় ধৃত রাকেশ
ঘোড়দৌড়ের মাঠে ঢুকে কর্মীদের মারধর এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে কংগ্রেসের শ্রমিক নেতা রাকেশ সিংহকে গ্রেফতার করল পুলিশ। সোমবার বিকেলে এজেসি বসু রোড ও বেলভেডিয়ার রোডের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, রাকেশকে গ্রেফতারের প্রতিবাদে তার অনুগামীরা এ দিন আলিপুর এলাকায় মিছিল বার করে। পরে প্রায় ১০০ জন রাকেশ-অনুগামী ভবানীপুর থানায় বিক্ষোভ দেখান। তাদের মধ্যেও দশ জনকে গ্রেফতার করা হয়। গত ১ জানুয়ারি ঘোড়দৌড় চলাকালীন এক দল লোক শ্রমিক সংগঠনের পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়েছিলেন। তার জেরে প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকে রেস। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। গ্রেফতার করা হয় ৯৭ জনকে। পরে তারা জামিনে মুক্তি পায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই ঘটনার পিছনে রয়েছে রাকেশ। তার বিরুদ্ধে আগেও নানা অভিযোগ উঠেছিল বলে জানিয়েছে পুলিশ।

পুরনো খবর:

ট্রেনের ছাদে চড়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু
ট্রেনের মাথায় উঠে পড়েছিলেন বছর চল্লিশের ব্যক্তি। আশপাশ থেকে তুমুল হইচই কানেই তোলেননি। শেষমেশ ওভারহেডের হাইটেনশন তার ছুঁয়েই প্রাণ গেল তাঁর। ঘটনা উল্টোডাঙা স্টেশনের। একই দিনে দমদম স্টেশনেও এক জন ওঠেন ট্রেনের মাথায়। প্যান্টোগ্রাফের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনিও। অন্য জন রবীন্দ্র সরোবরে গাছের মগডালে পা ঝুলিয়ে ঘুমোচ্ছিলেন। তাঁর বক্তব্য, “আমার খুশি, তাই গাছে চড়েছি।” তিন জনকে নিয়ে সোমবার সকাল থেকে নাজেহাল পুলিশ, দমকল থেকে এলাকা। তাঁদের উদ্ধারের পরে পুলিশ জানায়, সকলেই মানসিক ভারসাম্যহীন।

চন্দন কাঠ-সহ ধৃত
রক্তচন্দন কাঠ পাচার করার সময়ে ফের কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন দুই যুবক। ধৃতদের নাম সরফরাজ নওয়াজ ও ইশতিয়াক আহমেদ। রবিবার রাতে তাঁরা শহর থেকে হংকং যাওয়ার উড়ান ধরতে বিমানবন্দরে পৌঁছন। সন্দেহ হওয়ায় দু’জনের ব্যাগ তল্লাশি করে শুল্ক দফতরের অফিসারেরা ৫৩ কেজি রক্তচন্দন কাঠ বাজেয়াপ্ত করেন। শুল্ক দফতর সূত্রের খবর, সরফরাজ ও ঈশতিয়াকের বাড়ি খিদিরপুরে। ওই দু’জন নিয়মিত কলকাতা থেকে হংকং-ব্যাঙ্কক যাতায়াত করতেন।

ফের শ্লীলতাহানি
মানিকতলায় দু’টি বালিকার শ্লীলতাহানিকে কেন্দ্র করে সোমবার রাতে একটি তেলকলে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ এবং দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ওই তেলকলের এক রক্ষী রাতে এলাকার দু’টি বালিকাকে ডেকে এনে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এক ব্যক্তি সেটা দেখে ফেলায় রক্ষী পালিয়ে যায়। উত্তেজিত জনতা তেলকলে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়।

ফাঁকা ফ্ল্যাটে চুরি
বেনিয়াপুকুরের গোরাচাঁদ রোডের একটি আবাসনের চারতলায় ফাঁকা ফ্ল্যাট থেকে টাকা ও গয়না চুরি গিয়েছে। গৃহকর্তা অনিল হুদা রবিবার থানায় অভিযোগ জানান।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.