মাইকেল শুমাখার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, দেশের অগণিত ভক্তদের সঙ্গে এই প্রার্থনা করেছিলেন তিনিও। কিন্তু ভাগ্যের পরিহাস! সোমবারই জানা গেল, স্কি করতে গিয়ে পা ফস্কেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল নিজেই। কোমরের হাড়ে চিড় ধরেছে মেরকেলের।
বড়দিনের ছুটি কাটাতে সুইৎজারল্যান্ডের এনগাডিনে বেড়াতে গিয়েছিলেন মেরকেল। সুইস আল্পসে স্কি করার সময় হঠাৎই এই দুর্ঘটনা ঘটে। জার্মান চ্যান্সেলরের মুখপাত্র স্টিফেন সেইবার্ট সোমবার জানিয়েছেন, স্কি করার সময় আঙ্গেলার গতি খুবই কম ছিল। কিন্তু তা সত্ত্বেও পড়ে গিয়ে চোট লেগেছে তাঁর কোমরে। বাঁ দিকের হাড়ে সামান্য চিড়ও ধরা পড়েছে। একাধিক জায়গায় কালশিটের দাগ রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।
গত রবিবারই আল্পস পর্বতে স্কি করতে গিয়ে গুরুতর জখম হন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও পাথরে মাথা ঠুকে তাঁর মস্তিষ্কে গভীর ক্ষত তৈরি হয়। ইতিমধ্যেই দু’-দু’বার অস্ত্রোপচার হয়ে গিয়েছে। চিকিৎসার স্বার্থে ফ্রান্সের হাসপাতালে কৃত্রিম কোমায় রাখা হয়েছে জার্মানির এই কিংবদন্তী খেলোয়াড়কে। আগের থেকে কিছুটা উন্নতি হলেও এখনও শুমাখারের অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু শুমাখারের বিপদ পুরোপুরি কাটার আগেই জার্মানির আকাশে নতুন বিপত্তি চ্যান্সেলরের পতন।
অতঃ কিম? চিকিৎসকেরা আগামী তিন সপ্তাহ মেরকেলকে যতটা সম্ভব শুয়ে থাকার পরামর্শ দিয়েছেন। তবে আপাতত ক্রাচের সাহায্যে সামান্য হাঁটাচলা করছেন আঙ্গেলা মেরকেল। যদিও আচমকা এই দুর্ঘটনায় ঘটে যাওয়ায় পূর্ব-নির্ধারিত একাধিক বৈঠক বাতিল করতে হয়েছে জার্মানির চ্যান্সেলরকে। এই সপ্তাহেই পোল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল তাঁর। বার্লিনে এসে মের্কেলের সঙ্গে দেখা করার কথা ছিল লুক্সেমবুর্গের প্রেসিডেন্টেরও। এই দু’টো সাক্ষাৎই বাতিল করতে হয়েছে প্রশাসনকে।
তবে বুধবার মন্ত্রিসভার বৈঠকে হাজির থাকবেন বলে নিজেই জানিয়েছেন আঙ্গেলা। তাঁর সরকারের শরিক দলের মন্ত্রীদের নিয়ে এ রকম বৈঠক আগে কখনও হয়নি। তাই এর সভাপতিত্ব করার সুযোগ ছাড়তে নারাজ তিনি। |