টুকরো খবর |
আক্রান্ত বামনেতা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ছাত্র ধর্মঘটের প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন এসএফআইয়ের নেতা কর্মীরা। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। মধ্যমগ্রামে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আজ, সোমবার এসএফআই রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। রাতে গঙ্গারামপুর ব্লক এসএফআইয়ের সম্পাদক রাজেশ ঘোষের নেতৃত্বে সংগঠনের সদস্যরা একটি অটো করে ছাত্র ধর্মঘটের সমর্থনে প্রচার অভিযান শুরু করেন। সিপিএমের লোকাল সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী বলেন, “অটো থেকে নামিয়ে এসএফআইয়ের সম্পাদক-সহ এক কর্মীকে মারধর করা হয়। পুলিশে অভিযোগ জানানো হচ্ছে।” তৃণমূলের জেলা নেতা রতন ঘোষ বলেন, “মিথ্যা অভিযোগ।”
|
শান্তিশৃঙ্খলায় বৈঠক হলদিবাড়ি পুলিশের
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
কলেজ নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করল হলদিবাড়ি থানার পুলিশ। রবিবার বিকেলে হলদিবাড়ি থানায় ওই বৈঠকে শান্তিশৃঙ্খলা বজায় রেখে চলতে ছাত্র সংগঠনগুলিকে আগাম সতর্ক করা হয়। শনিবার বাম ছাত্রদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। ওই ঘটনার পর বামমোর্চার সদস্যরা থানায় স্মারকলিপি দেয়। এসএফআইএর প্রদীপ সিংহ বলেন, “মনোনয়ন না তোলার জন্য হুমকি দেওয়া হচ্ছে। অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা চলছে।” তৃণমূল ছাত্র পরিষদের হলদিবাড়ি ব্লকের সভাপতি পবিত্র রায়ের দাবি, শনিবারের ঘটনার জন্যে তারা দায়ী নন। তারা চান গণতান্ত্রিক পরিবেশে, শান্তিশৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নে নির্বাচন হোক। হলদিবাড়ি কলেজে ৬-৭ জানুয়ারি মনোনয়ন তোলা এবং ৮-৯ জানুয়ারি মনোনয় জমা দেওয়ার দিন ধার্য হয়েছে।
|
স্ত্রী-কে খুনে ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
দুটি পৃথক ঘটনায় স্ত্রীকে খুনের অভিযোগে দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের মিলনগড় এবং বৈজনাথপুর এলাকা থেকে শনিবার রাতে তাঁদের পুলিশ ধরে। ধৃত আলাউদ্দিন শেখের সঙ্গে অন্য এক মহিলার সম্পর্ক নিয়ে বিবাদের জেরে স্ত্রী বেরাফুল বিবিকে (৩৮) তার স্বামী বিষ খাইয়ে খুন করেন। বৈজনাথপুরে হায়দার আলি স্ত্রীকে পঞ্জাবে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ। ৪ দিন আগে স্ত্রী রুপসানার (২৮) মৃত্যুর পর শনিবার স্বামী হায়দার স্ত্রীর দেহ নিয়ে গ্রামে ফেরেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
|
দলিল, পাট্টা বিলি
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জ ব্লকের কসবা বামন কলোনির ১৬০ উদ্বাস্তু পরিবারে নিঃশর্ত জমির দলিল বিলি করল রাজ্য উদ্বাস্তু ও পুনর্বাসন দফতর। রবিবার বিকালে কসবা এলাকায় আনুষ্ঠানিক ভাবে উদ্বাস্তু পরিবারগুলির হাতে তাঁদের দখলে থাকা বাস্তু জমির দলিল তুলে দেন রাজ্যের মত্স্য দফতরের পরিষদীয় সচিব অমল আচার্য। এদিন সরকারিভাবে ওই এলাকার ১৩ একর খাস জমিকে ব্যক্তিগত মালিকানাধীন বলে ঘোষণা করা হয়। ১৩ একর জমিতে বসবাসকারী প্রতি পরিবারকে গড়ে ৩ থেকে ৭ কাটা করে জমির মালিকানা দেওয়া হয়েছে।
|
মোম হাতে প্রতিবাদ |
মধ্যমগ্রাম ও কামদুনির ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সিপিএমের মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতি মিছিল করল রায়গঞ্জে। রবিবার সন্ধ্যায় সংগঠনের সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে, হাতে মোমবাতি নিয়ে রায়গঞ্জের শনিমন্দির মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত মৌন মিছিল করেন। শিলিগুড়ি মোড় এলাকায় সমিতির সদস্যরা আধ ঘণ্টা বিক্ষোভ দেখান। |
|
সমিতির পক্ষে রত্না সিংহ বলেন, “পরিবর্তনের বার্তা দিয়ে আসা এই সরকারের আমলে আড়াই বছরে একের পর এক ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।” উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি রাজ্যের পরিষদীয় সচিব অমল আচার্যর দাবি, লোকসভা নির্বাচনের আগে মহিলাদের সামনে রেখে সিপিএম মুখোরচক রাজনীতি শুরু করেছে। |
তথ্য ও ছবি: তরুণ দেবনাথ। |
পুলিশ নিষ্ক্রিয়, নালিশ |
পুলিশের নিষ্ক্রিয়তায় রায়গঞ্জে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করলেন রায়গঞ্জের কংগ্রেস সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। রবিবার দীপাদেবী তাঁর সাংসদ তহবিলের টাকায় শহরের ২৫টি ওয়ার্ডের আড়াই হাজার দুঃস্থ বাসিন্দাদের মধ্যে কম্বল বিলি করেন। |
|
সাংসদ বলেন, “পুলিশের নিষ্ক্রিয়তায় এক মাস ধরে রায়গঞ্জের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারছে না। শহরে অসামাজিক কাজ বাড়ছে। অভিযুক্তরা গ্রেফতার না হলে সুপারের দফতর ঘেরাও হবে।” পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী বলেন, “সমাজবিরোধী কাজ রুখতে পুলিশ অভিযান চালাচ্ছে। অনেকে ধরা পড়েছে। কেউ অভিযোগ করলে কিছু বলার নেই।” |
তথ্য ও ছবি: তরুণ দেবনাথ। |
গ্রেফতার ৩ |
ভিন রাজ্যের জোর করে এক শ্রমিককে নিয়ে যাওয়ার চেষ্টায় শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। শনিবার সন্ধ্যায় বালুরঘাট থানার মঙ্গলপুরের আদিবাসীপাড়ার ঘটনা। ধৃত বাজিমুল শেখ ওই চক্রের মূলপান্ডা। তার বাড়ি মালদহের কালিয়াচকের চূড়ানন্দ এলাকায়। সঙ্গী মিঠুন সরকার ও মিঠুন কিস্কুকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তিনজনের বিরুদ্ধে তাঁর স্বামী সুরেন মুর্মুকে অপহরণের চেষ্টার অভিযোগ করেছেন তাঁর স্ত্রী।
|
যুবককে মারধর |
চকোলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বালিকার শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। মালদহের চাঁচলের ভারতী নগরে, শনিবার বিকালে। পুলিশ জানায়, অভিযুক্ত চাঁচলের বাসিন্দা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে ফুঁসলে এক নির্মীয়মাণ বাড়িতে নিয়ে যায় সে। দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ওই নাবালিকা চিত্কার করায় বাসিন্দারা ছুটে আসেন।
|
কিশোরকে খুন |
দোকান থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরকে কুপিয়ে খুন করা হয়েছে। শনিবার রাতে মেখলিগঞ্জ থানার চ্যাংরাবান্ধার হেলাপাকরি মোড়ে। নিহতের নাম রাজ মহম্মদ (১৮)। হেলাপাকড়ি মোড়ের কাছেই ওই যুবকের বাড়ি। চ্যাংরাবান্ধা বাজারে তাঁর দোকান রয়েছে। |
|