সম্প্রতি আলিপুরদুয়ার শহরে সাইকেলে ব্যাগে বোমা পাওয়া যায়। তা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু হয় পুলিশ কর্মীর। এর পর জলপাইগুড়ির বজরাপাড়ায় বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়। তাই জলপাইগুড়ি জেলা সংলগ্ন বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহারের হলদিবাড়িতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ-প্রশাসন ও পুরসভা। হলদিবাড়ি শহরে সাইকেল এবং মোটর বাইক যত্রতত্র পার্কিং রুখতে পদক্ষেপ করা হচ্ছে।
যত্রতত্র পার্কিং করা সাইকেল, মোটর সাইকেল আটক করতে শুরু হয়েছে অভিযানও। মাসভর অভিযান চালাবে পুরসভা। হলদিবাড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তরুণ দত্ত বলেছেন, “আমরা কোনও রকম ঝুঁকি নিতে চাই না। নাশকতায় সাইকেল ব্যবহার করা হচ্ছে। বাইকও ব্যবহার হতে পারে। কৃষকেরা ভ্যানরিক্সায় করে সব্জি নিয়ে আসেন। তাতে যানজটও হয়। আমরা রাস্তার ধারে বেআইনি পার্কিং বন্ধ করতে তাই কড়া পদক্ষেপ করেছি। খুশি মতো রাস্তার ধারে সাইকেল, বাইক দাঁড় করানো যাবে না।”
হলদিবাড়ি বাজার সংলগ্ন রাষ্ট্রায়ত্ত এক ব্যাঙ্কের পিছনে আপাতত পার্কিং-এর ব্যাবস্থা হয়েছে। অন্য কোথাও কেউ যাতে পার্কিং না করেন তার জন্যে প্রচারও হচ্ছে বলে পুর কর্তৃপক্ষ জানান। প্রথম দফায় অভিযানের পর শীঘ্রই ফের অভিযান করা হবে বলে তারা জানান। পুরসভার এই পদক্ষেপ স্বাগত বলে জানিয়েছেন হলদিবাড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন সভাপতি গৌতম ভট্টাচার্য। তিনি বলেন, “এই ব্যবস্থায় হলদিবাড়ি শহরের বাসিন্দারা অনেকটাই আশঙ্কামুক্ত। তা ছাড়া শহর যানজট মুক্ত রাখতে এই সিদ্ধান্ত সাহায্য করবে। তবে এক মাসের জন্য অভিযান নয়, সারা বছর ধরেই তা জারি রাখলে ভাল হয়।” হলদিবাড়িতে বছরে ৮ মাস নানা এলাকা থেকে ভ্যান-রিকশায় সব্জি নিয়ে কারবার করতে আসেন চাষিরা। হলদিবাড়ি পাইকারি বাজারে তা বিক্রি করেন। এই বাজার থেকে হলদিবাড়ির টম্যাটো, লঙ্কা, শশা উত্তর ভারতের বিভিন্ন অংশে চালান হয়। কারবার জমে ওঠায় হলদিবাড়িতে ভ্যানরিকশা, সাইকেল ও মোটর সাইকেলের ভিড় থাকে। তাতে যানজটেরও সৃষ্টি হয়। পুরসভার কাউন্সিলার এবং কর্মীদের আশঙ্কা সাইকেল, মোটর বাইক দাঁড় করানোর প্রবণতা বাড়লে নাশকতা মূলক কাজের ক্ষেত্রে দুষ্কৃতীদের সুবিধা হবে। তা এড়াতেই এ ব্যাপারে কড়া হতে চান পুর কর্তৃপক্ষ। পুরসভার ভাইস চেয়ারম্যান এ প্রসঙ্গে জানান, সম্প্রতি পুরসভার তরফে অভিযান চালানো নিয়ে শহরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বাসিন্দাদের অধিকাংশ এই পদক্ষেপের পক্ষে থাকলেও একাংশ তা চান না। তাঁদের দাবি, কাজ এবং ব্যবসার প্রয়োজনে বাসিন্দারা ছাড়াও গ্রামের বহু মানুষ সাইকেল, বাইকে রোজ হলদিবাড়ি আসেন। পুরসভার তরফে পার্কিং-এর কোনও ব্যাবস্থা না করে হঠাত্ অভিযান চালানো হয়েছে। |