টুকরো খবর
রাজ্য শিশু-কিশোর উৎসব বিষ্ণুপুরে
কিশোরদের অনুষ্ঠান।—নিজস্ব চিত্র।
তথ্য ও সংস্কৃতি দফতরের শিশু-কিশোর অ্যাকাডেমি আয়োজিত ষষ্ঠ শিশু-কিশোর উৎসব রবিবার বিকেলে শুরু হল বিষ্ণুপুরে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী, পরিষদীয় সচিব অরূপ খান, জেলাশাসক বিজয় ভারতী, বিষ্ণুপুরের মহকুমাশাসক পলাশ সেনগুপ্ত, নাট্যশিল্পী শাঁওলি মিত্র, সংগীতশিল্পী কালিকাপ্রসাদ। স্বাগত ভাষণ দেন অ্যাকাডেমির সচিব মেঘনাথ দে। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গৌতম গঙ্গোপাধ্যায় জানান, ৮ দিনের এই সাংস্কৃতিক উৎসবে প্রায় ১৬০০ শিশু-কিশোর অংশ নিচ্ছে। থাকছে ছোটদের আঁকা ছবি, চলচ্চিত্রের প্রদর্শনী, বইয়ের স্টল। সহযোগিতায় বিষ্ণুপুর পুরসভা ও পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র। ঠান্ডা উপেক্ষা করেও প্রথম দিনেই বড়দের সঙ্গে ভিড় জমিয়ে ছিল এলাকার কচিকাঁচারা। ‘হ য ব র ল’-থেকে শাঁওলি মিত্রের পাঠ, পণ্ডিত অলোক লাহিড়ীর পরিচালনায় সুরসঙ্গম মিউজিক অ্যাকাডেমির বৃন্দবাদন, দোহারের লোকগান ও ইয়ান জেমসের সঙ্গীত মাত করেছে শিশু-কিশোরদের। ছোটদের নাচ, গান, আবৃত্তি, ম্যাজিক, নাটক, পুতুল নাটকে বুঁদ হয়েছিলেন বড়রা।

হুমকি দিয়ে যুবক ধৃত
এক ব্যবসায়ীর পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়ার পাশাপাশি অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল খাতড়া থানার পুলিশ। ধৃত রাহুল কর্মকারের বাড়ি সিমলাপাল থানার পুখুরিয়া গ্রামে। শনিবার সন্ধ্যায় খাতড়া শহরের দাসের মোড় এলাকার বাসিন্দা সুশান্ত পাত্র নামে এক ব্যবসায়ীর জেরক্সের দোকানে রাহুল চড়াও হয়ে ভুয়ো পরিচয় দিয়ে হুমকি দেন বলে অভিযোগ। সেই সময় স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। রাতে সুশান্তবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ রাহুলকে গ্রেফতার করে। খাতড়া মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, “এক ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও মেয়েকে হুমকি দিয়ে টাকা চাওয়া, মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে ওই যুবককে ধরা হয়েছে। ধৃতের বিরুদ্ধে মৌখিক ভাবে আরও কিছু অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগের তদন্ত চলছে।” সুশান্তবাবুর অভিযোগ, “মাস কয়েক ধরেই ওই যুবক ভুয়ো পরিচয় দিয়ে আমার স্ত্রী ও মেয়েকে ফোনে ক্রমাগত হুমকি দিচ্ছিল। মেয়ের মোবাইলে অশ্লীল মেসেজ পাঠিয়ে ক্রমাগত উত্ত্যক্ত করছিল। শনিবার সন্ধ্যায় দোকানে এসে আমার মেয়ের নামে খুনের অভিযোগ আছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছেএ সব ভুয়ো কথা বলে মোটা টাকা দাবি করে। টাকা না পেলে সব ফাঁস করে দেবে বলে হুমকি দেয়।” তিনি জানান, ওই যুবক এর আগেও তাঁর স্ত্রী ও মেয়েকে হুমকি দিয়েছিল। তার প্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর খাতড়া থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি জেনারেল ডায়েরি করা হয়েছে। রবিবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক জামিন মঞ্জুর করেন।

দুর্ঘটনায় পুলিশের মৃত্যু
রাস্তার উপর চলে আসা একটি গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়ল ঝাড়খণ্ড পুলিশের একটি গাড়ি। মৃত্যু হল এক পুলিশ কর্মীর। জখম হলেন ছয় পুলিশ কর্মী। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে, পুরুলিয়া মফস্সল থানার কাড়ামারা গ্রামের অদূরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অজয় কুমার (৪৮)। জামসেদপুরে তাঁর বাড়ি। তিনি ঝাড়খণ্ড রাজ্য সশস্ত্র পুলিশের কনস্টেবল। আহতদের সকলকে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়। জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার বলেন, “ঝাড়খণ্ড রাজ্য সশস্ত্র পুলিশের ১১ জনের একটি দল গাড়িতে বোকারো থেকে পুরুলিয়া হয়ে মুসাবনি যাচ্ছিল। পথে তাঁরা দুর্ঘটনায় পড়েন।” প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, রাস্তার উপরে একটি গরু চলে আসায়া ফাঁকা রাস্তায় বেশি গতিতে ছুটে চলা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সিআই (সদর) আশিস বটব্যাল। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

রেল নিয়ে দাবি
ছয় দফা দাবিতে রবিবার বাঁকুড়ার স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি দিল বাঁকুড়া নাগরিক সমাজ। বিডিআর (বাঁকুড়া-দামোদর রেলওয়ে) ওয়েলফেয়ার সমিতির প্রতিষ্ঠাতা সদস্য চণ্ডীদাস মুখোপাধ্যায় বলেন, “বাঁকুড়া স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ানো, সাইকেল ও মোটরবাইক রাখার নতুন স্ট্যান্ড, রূপসী বাংলা ট্রেনকে সাঁতরাগাছির পরিবর্তে হাওড়া থেকে ছাড়ার ব্যবস্থা করা, কেঠারডাঙায় আন্ডারপাস তৈরি, গোমো-খড়গপুর প্যাসেঞ্জার ট্রেনকে হাওড়া পর্যন্ত সম্প্রসারিত করা এবং বিডিআর সেকশনে মশাগ্রাম হয়ে হাওড়ার সঙ্গে প্রত্যক্ষ সংযোগের অনুমোদন-সহ বিভিন্ন দাবিতে রবিবার স্মারকলিপি দিয়েছি।” স্টেশন ম্যানেজার বিশ্বনাথ মুদি জানান, স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।”

জিতল এ বি জে
পুরুলিয়ার এ বি জে জঙ্গলমহল দল টাইব্রেকারে ৫-৪ গোলে বাঁকুড়ার রানিবাঁধ থানার মুর্মু একাদশকে হারিয়ে দিল। রবিবার বরাবাজারের সিন্দরি আঞ্চলিক ক্রীড়া কমিটির উদ্যোগে আন্তঃরাজ্য ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলাটি হয়। পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের ১৬টি দল যোগ দিয়েছিল। ৪-৫ জানুয়ারি খেলাগুলি হয়। উদ্বোধন করেন বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি আদরি কড়া।

ক্রিকেট ম্যাচ
মানবাজারের রয়েল তরুণ সঙ্ঘ স্পোটর্স অ্যান্ড কালচারের আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় গুডউইল ক্লাব জয়ী হয়। রবিবার চূড়ান্ত খেলায় গুডউইল ক্লাব নবারুণ সঙ্ঘকে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.