খড়গ্রামের পরে এ বার ভগবানগোলা-১ ব্লকে বড়সড় ধাক্কা খেল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। রবিবার ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতির তিন কংগ্রেস সদস্য, ভগবানগোলা পঞ্চায়েতের এক সদস্য ছাড়াও ওই পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ও দু’জন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি-সহ কংগ্রেসের স্থানীয় বেশ কয়েক জন নেতা ও তাঁদের অনুগত কর্মী-সমর্থকরা তৃণমূলে গিয়েছেন।
সেই সঙ্গে ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সমাজবাদী পার্টির আবুল বাশার এবং ভগবানগোলা পঞ্চায়েতের সদস্য সিপিএমের রেহেনা বিবিও দলত্যাগ করে এদিন তৃণমূলে যোগ দেন। ভগবানগোলা হাইস্কুল ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল। এর আগে মুর্শিদাবাদ জেলাপরিষদের এক সদস্য, তিন জন কর্মাধ্যক্ষ-সহ খড়গ্রাম পঞ্চায়েত সমিতির বেশ কয়েক জন সদস্য এবং ওই ব্লকের তিন প্রধান-সহ চারটি গ্রামপঞ্চায়েতের বেশ কয়েক জন সদস্য ২ জানুয়ারি কলকাতায় তৃণমূল ভবনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন।
এই দলত্যাগকে ‘আমল’ দিতে রাজি নন জেলা কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। রেল প্রতিমন্ত্রী অধীরবাবু বলেন, “দল ছেড়ে যারা গিয়েছেন, তাঁরা আমাদের সঙ্গে থেকেও ছিলেন না। দলে থেকেই তাঁরা বিরোধিতা করতেন। দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে এখন তাঁরা কোনও একটি দলে আশ্রয় নিয়ে কংগ্রেসের বিরোধিতা করবেন। তাতে আমাদের কোনও ক্ষতি হবে না। ওই নিয়ে আমাদের হেলদোল নেই।”
এদিন কংগ্রেস তৃণমূলে যোগ দিয়েছেন ভগবানগোলা-১ ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি নাজ্জাক হোসেন ও সালাম মণ্ডল, ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ গোলাম মোস্তাফা, ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য শিউলি বিবি, কাজিমুদ্দিন শেখ ও সাবিলা বিবি-সহ কয়েক জন নেতাকর্মী। কংগ্রেস ও সমাজবাদী পার্টির মোট চার জন সদস্য তৃণমূলে যোগ দেওয়া সত্ত্বেও ২২ আসনের ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতির ক্ষমতা বামফ্রন্টের হাতেই থাকছে। কেননা, গত পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েত সমিতির ২২টি আসনের মধ্যে বামফ্রন্ট ১৩টি, কংগ্রেস-৭টি এবং তৃণমূল-২টি আসনে জয়লাভ করে। ক্ষমতা দখল করে বামফ্রন্ট। তার মধ্যে সমাজবাদি পার্টির এক জন এবং কংগ্রেসের তিন জন দলবদল করায় বর্তমানে ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হল ৬। তার মধ্যে কংগ্রেসের এক জন সদস্য সালেহা বিবি মারা যাওয়ায় ১টি আসন শূন্য রয়েছে।
রাজ্য তৃণমূলের সহ-সভাপতি তথা জেলা প্রাথমিক সংসদের সভাপতি ভগবানগোলার ‘ভূমিপুত্র’ সাগির হোসেন বলেন, “কংগ্রেসের বেশ কয়েক জন নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক তৃণমূলে যোগ দেওয়ায় ভগবানগোলা-১ ব্লক থেকে কংগ্রেস দলটাই নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখে। এর ফলে আগামী লোকসভা ভোটে মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল ভাল ফল করবে আশা করছি।” ওই অনুষ্ঠানে হাজির ছিলেন সমাজবাদী পার্টি থেকে সদ্য দলত্যাগ করে যাওয়া প্রাণিসম্পদ দফতরের পরিষদীয় সচিব তথা ভগবানগোলার বিধায়ক চাঁদ মহম্মদ, জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি হুমায়ুন কবীর, উৎপল পাল, শুভাশিস রায়, নির্মল দত্ত-সহ বিভিন্ন নেতা। দলত্যাগের পরে প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি সালাম মণ্ডল বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উদ্যোগে সামিল হতেই তৃণমূলে যোগ দিলাম। আমরা দল ছেড়ে আসায় ভগবানগোলা-১ ব্লকে এখন কংগ্রেসের হাল ভূমিহীন জমিদারের মতো।” ভগবানগোলা-১ ব্লক কংগ্রেসের আহ্বায়ক আবদুল খাবির বলেন, “দলবিরোধী কাজের জন্য সালাম মণ্ডলকে অনেক আগেই দল বহিষ্কার করেছে। বাকি যাঁরা ছেড়ে গিয়েছেন, তাঁরা দল থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে শাসক দলে না গিয়ে তাঁদের কোনও উপায় ছিল না। তাঁদের দল ছেড়ে যাওয়ায় আমরা চিন্তিত নই।”
|