টুকরো খবর
আর লড়বেন না পওয়ার
রাজ্যসভায় যেতে আপত্তি নেই, তবে লোকসভা ভোটে আর দাঁড়াতে চান না ৭৩ বছর বয়সী শরদ পওয়ার। দলের কাজে আরও সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এনসিপি সভাপতি জানিয়েছেন। রবিবার মুম্বইয়ে দলীয় কর্মীদের পওয়ার বলেন, সাম্প্রতিক বিধানসভা ভোটের ফল নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে বিজেপি ক্ষমতায় ফিরেছে, তাদের কাজের ভিত্তিতে। দিল্লি ও রাজস্থানে সরকারের কাজে মানুষ খুশি ছিলেন না। শরদের দাবি, মহারাষ্ট্রে এনসিপি-কংগ্রেস সরকার ভাল কাজই করেছে। সম্প্রতি রাজ্যে বিভিন্ন জেলা পরিষদের ভোটে এনসিপি ভাল ফল করেছে।

মন্ত্রীর গাড়িতে ঢিল
কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হামলা চালাল আপ নেত্রী রাখি বিড়লার গাড়িতে। দিল্লির নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী রাখি দায়িত্ব পাওয়ার পরেই সরকার পরিচালিত বিভিন্ন রাত্রিনিবাস পরিদর্শন করছিলেন। প্রত্যক্ষদর্শীদের কথায়, রবিবার একটি মন্দির থেকে ফেরার পথে মঙ্গলপুরী এলাকায় হঠাৎই বেশ কয়েক জন রাখির গাড়ি ঘিরে ধরে। তার মধ্যে এক জন রাখির গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে। তাঁর গাড়ির সামনের কাচ ভেঙে গিয়েছে বলে খবর। ক্ষমতায় আসার পরেই কেজরিওয়াল ঘোষণা করেছিলেন তিনি বা তাঁর দলের কারও নিরাপত্তারক্ষী রাখার প্রয়োজন নেই। এ দিন ঘটনার পরে রাখিও জানান, তিনি সুস্থ রয়েছেন। তাঁর নিরাপত্তার কোনও প্রয়োজন নেই।

অভিযুক্ত তিস্তা
গুলবার্গ সোসাইটিকে সংগ্রহশালায় পরিণত করার নাম করে ১ কোটি ৫১ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল তিস্তা শেতলওয়াড়ের বিরুদ্ধে। এই মামলায় অভিযুক্ত তাঁর স্বামী জাভেদ আনন্দ, জাকিয়া জাফরির ছেলে তনবীর ও আরও দু’জন। গুলবার্গ সোসাইটিতেই গোধরা-পরবর্তী দাঙ্গার সময়ে নিহত হন জাকিয়ার স্বামী প্রাক্তন সাংসদ এহসান জাফরি। এই পুরো ঘটনার পিছনেই নরেন্দ্র মোদীর হাত আছে বলে আইনি লড়াই চালাচ্ছেন জাকিয়া, তনবীর ও তিস্তা। গুজরাত পুলিশের অভিযোগ, বিদেশ থেকে সংগ্রহশালা করার জন্য অর্থ সংগ্রহ করেন তিস্তারা। কিন্তু এখনও তা তিস্তার কব্জাতেই।

বিক্রমাদিত্য
আরব সাগরে পৌঁছে গেল ভারতের সর্ববৃহৎ, বিমান বহনে সক্ষম জাহাজ আইএনএস বিক্রমাদিত্য। ২৩০ কোটি ডলার ব্যয়ে রাশিয়ায় তৈরি করা হয়েছে জাহাজটিকে। গত নভেম্বর মাসে সেখান থেকে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করে বিক্রমাদিত্য। এ মুহূর্তে তার গন্তব্য ভারতের পশ্চিম উপকূলে কারওয়ার নৌঘাঁটি। ২৮৪ মিটার দীর্ঘ এবং ৬০ মিটার উঁচু জাহাজটি। অর্থাৎ উচ্চতায় প্রায় ২০তলা বাড়ির সমান। এক দিনে প্রায় ১৩০০ কিলোমিটার যাত্রা করতে পারে। এ ভাবেই চলতে পারে টানা ৪৫ দিন।

মৃত বেড়ে ১৫
চার দিকে শুধুই ধ্বংসস্তূপ। থেকে থেকে সাইরেনের শব্দ বাজিয়ে আসছে অ্যাম্বুল্যান্স। শনিবার দুপুরে গোয়ার ক্যানকোনা শহরে নির্মীয়মাণ পাঁচ তলা বাড়ি ভেঙে পড়ার পর থেকে চিত্রটা এ রকমই। শনিবারই ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছিল। রবিবার আরও এক দেহ উদ্ধার হয়েছে। ফলে মৃতের সংখ্যা এখন ১৫।

পুরনো খবর:

ভোটের সময়
লোকসভা ভোট হতে পারে এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের গোড়া পর্যন্ত। নির্বাচন কমিশনের একটি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। ভোট হতে পারে পাঁচ বা ছ’দফায়। দিন ঘোষণা হতে পারে ফেব্রুয়ারির শেষে বা মার্চের গোড়ায়। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমের বিধানসভা ভোটও হতে পারে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.