টুকরো খবর |
সীমান্তে ৫০ জঙ্গিঘাঁটি, দাবি ডিজি-র
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ভারতঘেঁষা বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত এলাকায় অন্তত ৫০টি জঙ্গি ঘাঁটি রয়েছে বলে দাবি করলেন বিএসএফের ডিরেক্টর জেনারেল (ডিজি) সুভাষ জোশী। শনিবার শিলিগুড়ির উপকণ্ঠে শালুগাড়ায় মহিলা ব্যাটালিয়নের প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ডিজি ওই দাবি করে বলেন, “এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা বাংলাদেশে কোনও জঙ্গি শিবিরের খবর নেই। তবে, দেশের অন্যত্র বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে জঙ্গি ঘাঁটি রয়েছে বলে স্পষ্ট তথ্য মিলেছে। অসমের মায়ানমার সীমান্তেও জঙ্গিরা সক্রিয়। বিএসএফের পক্ষ থেকে বিদেশ মন্ত্রকের মাধ্যমে
বাংলাদেশ সরকারকে অবহিত করা হয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আমাদের সহযোগিতাও করছেন।” তবে, মায়ানমার সীমান্ত নিয়ে যে বিএসএফের উদ্বেগ রয়েছে সে কথা ডিজি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, “এখন অসমে যে মায়ানমার সীমান্ত রয়েছে তার পাহারায় রয়েছে অসম রাইফেলস। চলতি বছরেই ওই সীমান্ত পাহারার দায়িত্ব বিএসএফকে দেওয়ার কথা হচ্ছে। তা হলে আমরা পালন করব।” আজ, রবিবার বাংলাদেশে নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে সীমান্তে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে কোনও রকম ফাঁক রাখা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ডিজি। |
অভিযুক্ত ব্রিগেডিয়ার
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
অগুস্তাওয়েস্টল্যান্ড কপ্টার কাণ্ডে সেনার এক ব্রিগেডিয়ারের বিরুদ্ধে অভিযোগ আনল সিবিআই। ঘুষের অভিযোগ ওঠায় ইতিমধ্যেই অগুস্তার কাছ থেকে কপ্টার কেনার চুক্তি বাতিল করেছে কেন্দ্র। এই কেলেঙ্কারিতে অভিযুক্তদের মধ্যে আছেন দেশের এক প্রাক্তন এয়ার-মার্শালও। ইতালিতে বিচার চলছে অগুস্তার নিয়ন্ত্রক সংস্থা ফিনমেকানিকার প্রাক্তন প্রধানে জিউসেপ্পে ওরসির। ইতালীয় পুলিশের কাছ থেকে নতুন তথ্য পেয়েই ব্রিগেডিয়ার ভি এস সাইনির বিরুদ্ধে অভিযোগ এনেছে সিবিআই। তাদের দাবি, পরীক্ষামূলক উড়ানের সময়ে কপ্টারগুলির রেকর্ডে কারচুপি করেছিলেন সাইনি। |
সেনার উদ্যোগে বিয়ে
সংবাদ সংস্থা • শ্রীনগর |
নিজেদের উদ্যোগে সমস্ত আয়োজন করে এক কাশ্মীরি মেয়ের বিয়ে দিল সেনা। বছর তেরো আগে জম্মুর রাজৌরিতে জঙ্গি হানায় মৃত্যু হয়েছিল জারিদ নামের ওই মেয়েটির বাবা মহম্মদ হুসেনের। নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করার অভিযোগে জঙ্গি হানার শিকার হয়েছিলেন তিনি। জারিদের বয়স তখন মাত্র ছয়। বাবার মৃত্যুর পর মুখ ফিরিয়ে নিয়েছিলেন পরিজনেরা। জারিদের বিয়ে ঠিক হওয়ার পর সাহায্য চেয়ে দোরে দোরে ঘুরতে থাকেন তাঁর মা শামিমা। এমন সময় হাত বাড়ায় সেনা। |
ফের পাল্টা বীরভদ্রের |
ফের বিজেপিকে এক হাত নিলেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ। তাঁর দুর্নীতি নিয়ে প্রমাণ হাতে থাকলে বিজেপিকে আদালতে যেতে বললেন তিনি। একটি বেসরকারি সংস্থার কাছ থেকে ঘুষ নিয়ে বীরভদ্র হিমাচলপ্রদেশে তাদের বিদ্যুত্ প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন বলে সম্প্রতি অভিযোগ করেছেন বিজেপি নেতা অরুণ জেটলি। শনিবার ওই একই সংস্থার মালিকের কাছ থেকে আরও ১ কোটি ৮০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এখনও পুরোপুরি বীরভদ্রের পাশেই রয়েছে কংগ্রেস। রবিবার তাঁর নেতৃত্বে আস্থা জানিয়ে একটি প্রস্তাব পাশ করার কথা রাজ্য মন্ত্রিসভার। |
কাটারা কাণ্ড |
নীতীশ কাটারা হত্যা মামলার সাক্ষী অজয় কাটারাকে রক্ষা না করার জন্য ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল। ২০০২-এ রাজনীতিক ডি পি যাদবের ছেলে বিকাশ ও তার তুতো ভাই বিশাল নীতীশ কাটারাকে খুন করে। তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। শনিবার গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, অজয়কে ডি পি যাদবের গুন্ডাদের হাত থেকে রক্ষা না করলে প্রত্যেকে ৫০ লক্ষ টাকা পাবেন বলে জানানো হয়েছিল তিন কনস্টেবল হারুণ আলি, বিবেক পাল সিংহ ও রবি কুমারকে। ওই তিন জনের অভিযোগ, এই প্রস্তাব দেন তাঁদেরই সহকর্মী কিষণ পাল যাদব। তিনি পলাতক।
|
যৌন নিগ্রহ |
হস্টেলের ভিতরে পাঁচ মাসেরও বেশি সময় ধরে এগারো জন নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হলেন শিক্ষক। অভিযুক্তের নাম আর হরিশ। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের হয়েছে। অন্ধ্রের নালগোণ্ডা জেলায় স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত ওই হস্টেলটির মালিকদেরও জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ। নিগৃহীতারা জানিয়েছে, নিগ্রহের ঘটনা কাউকে না জানানোর জন্য হরিশ তাঁদের হুমকি দিতেন। চলতি সপ্তাহের প্রথম দিকে তিন দিনের ছুটি নিয়ে বাড়ি যান হরিশ। আর সে সুযোগেই এক আত্মীয়কে গোটা বিষয়টা জানায় তাদেরই এক জন। |
মেয়াদ বাড়ল |
তরুণী সাংবাদিককে যৌন নিগ্রহে অভিযুক্ত তরুণ তেজপালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দশ দিন বাড়িয়ে দিল গোয়ার নিম্ন আদালত। ১৪ জানুয়ারি এই মামলায় পরবর্তী শুনানি হবে। এ দিকে তেজপালের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় আদালত রায় দেবে ৭ জানুয়ারি। এক সহকর্মীকে যৌন নিগ্রহের অভিযোগে ৩০ নভেম্বর গ্রেফতার হন তহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল। |
পুরনো খবর: যৌন হেনস্থায় পুলিশি তদন্তের মুখে তেজপাল |
বাড়ি ভেঙে মৃত্যু |
নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে মৃত অন্তত ১৪। শনিবার দুপুরে গোয়ার ক্যানকোনা শহরের ঘটনা। পাঁচ তলা বাড়িটির ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে প্রায় ১০০ জন। তাঁদের মধ্যে অধিকাংশই শ্রমিক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বাড়িটি ভেঙে পড়ার ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলবাহিনী। নামে সেনাও । বাড়িটির নির্মাণকারী সংস্থা ও পুরসভার সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর।
|
দুর্ঘটনায় মৃত্যু |
পে লোডারের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। শনিবার বঙ্গাইগাঁও জেলার অভায়াপুরি থানার বরঘোলা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম, প্রবীণ মেধি (২৮)। এ দিন সন্ধ্যায় ওই যুবক বাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বরঘোলা গ্রামের কাছে একটি পে লোডার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। তাঁকে বঙ্গাইগাঁও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয়। পে লোডার চালক ধৃত। |
গণহত্যার মামলায় মুক্ত ১৪ |
বিহারের খগড়িয়ায় গণহত্যার একটি মামলায় ১৪ জনকে বেকসুর খালাস করল পটনা হাইকোর্ট। বিচারপতি বি এন সিংহের বেঞ্চ তাঁর রায়ে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণের অভাব রয়েছে। ২০১২ সালে খগড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত, ওই ১৪ জনের মধ্যে ১০ জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। |
উদ্ধার ন’টি দেহ |
হাওয়ায় দুর্গন্ধ ভাসছিল বেশ কিছুদিন থেকেই। নাগাল্যান্ডের পচাশপুরের বাসিন্দারা ভাবছিলেন জঙ্গলে কোনও প্রাণী মরেছে। শেষ পর্যন্ত সন্ধান চালিয়ে দেখা গেল, এক-দুটি নয়, মোট ন’টি অর্ধগলিত মৃতদেহ পড়ে রয়েছে ঝোপের পাশে, নালার মধ্যে! পুলিশ জানায়, ডিমাপুর থেকে পচাশপুরের দূরত্ব প্রায় ১৫ কিমি। ডিমাপুরে এনএসসিএন-এর তিনটি গোষ্ঠীরই শিবির রয়েছে। তাদের মধ্যে নাগাড়ে চলছে লড়াই। জঙ্গিরা প্রায়ই গ্রামবাসীদের অপহরণ করে। |
|