|
|
|
|
কার্বি আংলং-এ গুলিতে নিহত ১
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
৫ জানুয়ারি |
ফের কার্বি আংলং-এ জারি হল কার্ফু ও সান্ধ্য আইন। তারই মধ্যে গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির।
এ দিকে, নাগাল্যান্ডের পচাশপুরে শুক্রবার রাতে উদ্ধার ৯টি দেহের মধ্যে পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন বোকাজানের রংকাংথির এলাকার বাসিন্দা হারলংবি ইংতি কাথার (২১)। তিনি কার্বি ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। বোকাজানের ইস্টার্ন কলেজের পড়ুয়া ইংতি বন্ধুদের সঙ্গে ডিমাপুর গিয়েছিলেন। পুলিশের সন্দেহ, সাত মাইল এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়েছিল। শনাক্ত হওয়া দেহগুলি নিয়ে কার্বি আংলং গিয়েছে ডিফু পুলিশ। নাগাল্যান্ড সরকার গণহত্যার তদন্তে বিচারবিভাগীয় সচিব কে এন চিসির নেতৃত্বে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও সব উপজাতির কাছে শান্তি বজায় রাখার আর্জি জানান। কার্বি আংলং-এ কার্বি জঙ্গি বনাম নাগা রেংমা উপজাতিদের লড়াই নিয়ে কয়েক দিন ধরে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। তার মধ্যেই গণহত্যার খবর ছড়িয়ে পড়ায় উত্তেজনা বেড়েছে। পুলিশ-প্রশাসন তড়িঘড়ি সান্ধ্য আইন জারি করে। তার মধ্যেই খটখটির কারগাঁও রংপি গ্রামে নাগা জঙ্গিরা গুলি চালায়। তাতে দেসই রংপি নামে এক ব্যক্তির মৃত্যু হয়। জখম এক জন। পরিস্থিতি সামলাতে কার্বি আংলং-এ অনির্দিষ্টকালীন কার্ফু জারি করেছে প্রশাসন। পুলিশ জানায়, গত কালের গুলি চালনার ঘটনায় জড়িত সন্দেহে তিন নাগা যুবককে আটক করা হয়েছে। তা ছাড়া, চৌকিহলা পাহাড় থেকে রেংমা নাগা হিল্স প্রোটেকসন ফোর্সের ৬ জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ১টি একে ৪৭ রাইফেল, ৫টি চিনা গ্রেনেড, দু’টি রাইফেল ও ৬৮৯ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। |
|
|
|
|
|