টুকরো খবর
সংগঠন ঢেলে সাজবে মোর্চা
দলকে চাঙ্গা করতে আইনি সেল-সহ বিভিন্ন শাখা সংগঠন ঢেলে সাজার সিদ্ধান্ত নিলেন মোর্চা নেতৃত্ব। শনিবার দার্জিলিঙের ভানু ভবনে মোর্চার এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ছিলেন মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ এবং দার্জিলিং এবং কার্শিয়াঙের দুই বিধায়কও। সেই সঙ্গে জিটিএ-র বিভিন্ন বিভাগের দায়িত্বেও পরিবর্তনের বিষয় নিয়ে এ দিনের বৈঠকে দলীয় পর্যায়ে আলোচনা হয়েছে। জিটিএ-র সদস্য তথা মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতারা সে ব্যাপারে প্রাথমিক আলোচনা করেছেন। তবে ওই বিষয়টি জিটিএ-র বৈঠকেই চূড়ান্ত করবেন তাঁরা।এ দিন বৈঠকে ঠিক হয়েছে পুনর্গঠন করা মোর্চার আইনি সেলের দায়িত্বে থাকবেন ডি কে প্রধান। ওই সেল পাহাড়ের ৩ টি মহকুমায় মোর্চার বিভিন্ন কাজে আইনি পরিমর্শ দেওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেবে। বৈঠক শেষে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “দলের বিভিন্ন কাজে যাতে আরও উন্নত আইনি পরামর্শ পাওয়া যায় সে কারণেই ওই সেল নতুন করে সাজানো হচ্ছে।” জিটিএ-র নজরদারি কমিটি গঠনের বিষয়টি নিয়েও এ দিন আলোচনা হয়েছে। মোর্চারই একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন ইউনিট সাজানোর মতোই জিটিএ’র বিভিন্ন দফতরের দায়িত্বে পরিবর্তন আনা হচ্ছে। রোশন গিরি জানান, এখনই বিস্তারিত না বললেও জিটিএ’র বৈঠকে শীঘ্রই তাঁরা সে সমস্ত জানিয়ে দেবেন।

পুনর্বাসনের দাবি, অনশন ব্যবসায়ীদের
রেলের জমি থেকে উচ্ছেদ ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি-সহ ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনের নাম পরিবর্তন, দূরপাল্লার চারটি ট্রেনের স্টপেজের দাবিতে অনশন শুরু করলেন স্টেশন লাগোয়া এলাকার ব্যবসায়ীরা। শনিবার দুপুরে কাটিহারের বাসিন্দা সমাজকর্মী রাকেজ গুরনানি আন্দোলনের সূচনা করতে রাকেজ একাই অনশনে বসেন। আজ রবিবার থেকে ব্যবসায়ীরা সকলেই অনশন শুরু করবেন। শহরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেস গুরুদাস সাহা বলেন, “ওই এলাকা থেকে প্রায় ৭৫ জনকে উচ্ছেদ করা হয়েছে। সব ব্যবসায়ীর পুর্নবাসনের দাবি জানিয়েছি।” গুরুদাসবাবু জানিয়েছেন, যতদিন না পর্যন্ত আশ্বাস পাওয়া যাচ্ছে, ততদিন লাগাতার অনশন চলবে। ইসলামপুরের মহকুমা শাসক নারায়ন চন্দ্র বিশ্বাস বলেন, “ব্যবসায়ীদের দাবির বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” উত্তরসীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে, ব্যবসায়ীদের পুর্নবাসের বিষয়টি বিবেচনাধীন। অন্য দাবিগুলিও বিবেচনা করা হচ্ছে।

প্রতারণায় গ্রেফতার
প্রতারণার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কোচবিহারের কুচলিবাড়ি থানার পুলিশ ওই ব্যাক্তিকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম বাপি মহন্ত। সে জলপাইগুড়ির আদরপাড়া এলাকার বাসিন্দা। বছর খানেক আগে কুচলিবাড়ি এলাকার একটি ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের বিরুদ্ধে গ্রাহকদের বিপুল টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। ওই ঘটনায় বাপি মহন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর জলপাইগুড়ির বাড়িতে হানা দিয়ে ওই ব্যাক্তিকে ধরা হয়। তিনি ওই গ্রাহক সেবা কেন্দ্রের কর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। জেলার পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “তদন্ত চলছে।”

বিস্ফোরণে নিহতদের পরিবারদের সাহায্য
বজরাপাড়া বিস্ফোরণে নিহতদের পরিবারের হাতে একটি স্কুলের তরফে ২৫০০ করে টাকা তুলে দেওয়া হল। শনিবার জলপাইগুড়ি শহরের পূর্বাঞ্চল স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে টাকা দেন। প্রধান শিক্ষক দিলীপ বেদ জানান, নিহত ৬ জনের মধ্যে একজন তাঁদের স্কুলের ছাত্র। তিনজন আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র। তিনি বলেন, “বাকি দুজন আমাদের স্কুলের কেউ না হলেও আমরা প্রতিটি পরিবারকেই সাহায্য করার সিদ্ধান্ত নিই। প্রত্যেকের পরিবারের অবস্থা খারাপ। শুক্রবার যে কজন ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত ছিল তারা, স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা মিলে সাধ্য মত অর্থ সাহায্য দেয়। মোট ১৫ হাজার টাকা ওঠে। সেই টাকা ছয়টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি পরিবার ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছে।” গত ২৬ ডিসেম্বর বজরাপাড়ায় ধরধরা নদীর ওপর সেতুতে বিস্ফোরণের ফলে ৬ জনের মৃত্যু হয়। স্কুলের টিচার্স কাউন্সিলের মুখপাত্র প্রসেনজিৎ রায় বলেন, “ওরা প্রত্যেকেই আমাদের প্রিয় ছাত্র ছিল।”

পুরনো খবর:

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, ধৃত
দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক কলেজ ছাত্রকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। শনিবার সকালে জলপাইগুড়ির কুমারগ্রাম থানা এলাকার ঘটনা। অভিযোগ, স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত যুবক ওই ছাত্রীর শ্লীলতাহানি করার চেষ্টা করে। জনবহুল এলাকায় এই ধরণের অভিযোগ ওঠায় এলাকায় পুলিশি নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম রাতুল ভৌমিক। ধৃত কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সব স্কুলের পাশেই পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।” অভিযুক্ত যুবকের দাবি, “ওই ছাত্রীর কাছে শুধু কথা বলতে গিয়েছিলাম।”

বধূ খুনের অভিযোগ
মালদহে পৃথক ঘটনায় দুই বধূকে খুন করার অভিযোগ উঠল। দুটি ক্ষেত্রেই নিহতদের স্বামীরা অভিযুক্ত। শুক্রবার মালদহের হরিশ্চন্দ্রপুরের মিলনগড় এবং বৈজনাথপুরে ঘটনা দু’টি ঘটেছে। নিহতদের নাম বেরাফুল বিবি (৩৮) ও রুপসানা বিবি (২৮)। রাতে মিলনগড়ে শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে ভর্তি হওয়ার পরে শনিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে বেরাফুল বিবির মযত্যু হয়। তাঁকে বিষ খাইয়ে মারা হয়েছে বলে অভিযোগ। বৈজনাথপুরের ঘটনায় ভিন রাজ্যে নিয়ে গিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পঞ্জাবে মৃত্যুর পরে শনিবার রুপসানা বিবির দেহ নিয়ে স্বামী এলাকায় ফিরলে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরেই দু’টি ঘটনারই তদন্ত শুরু হয়েছে।”

প্রতারণায় ধৃত
বিজ্ঞাপন সংস্থায় কাজ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। শুক্রবার বালুরঘাটের বাসস্ট্যান্ডে অভিযুক্ত ধরা পড়ে। ধৃত শান্তনু ঘটক হাওড়ার বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন বালুরঘাটের ব্যবসায়ী আশিস নাথ। আশিসবাবুর অভিযোগ, একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থার কর্তা পরিচয় দিয়ে অভিযুক্ত ওই ব্যক্তি কাজ দেওয়ার নামে মোটা টাকা আদায় করেন তিনি। বিজ্ঞাপন সংস্থায় মডেল হওয়ার সুযোগ করে দেওয়ার নামেও তিনি অনেক যুবতীর সঙ্গে প্রতারণা করেন বলে অভিযোগ। ধৃত অভিযোগ মানেননি। শনিবার ধৃতের ১৪ দিনের জেল হাজত হয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.