কামারহাটি পুরসভা হাতছাড়া হওয়ায় আইনি ব্যবস্থা নিতে চলেছে সিপিএম। আফসানা খাতুন নামে ওই পুরসভার এক সিপিএম কাউন্সিলর শুক্রবার তৃণমূলে যোগ দেন। শনিবার অনাস্থা ভোটে বাম কাউন্সিলরদের অনুপস্থিতির সুযোগে ওই পুরবোর্ড দখল করে নেয় তৃণমূল। এই প্রেক্ষিতে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মানস মুখোপাধ্যায় বলেন, “প্রলোভনে পড়ে আফসানা তৃণমূলে যোগ দিয়েছেন। আমরা আইনি ব্যবস্থা নেব।”
বাম কাউন্সিলররা তৃণমূলে যোগ দেওয়ায় এর আগে হলদিয়া, হালিশহর, আরামবাগ এবং ঝাড়গ্রাম পুরসভাও বামেদের হাতছাড়া হয়েছে। বিধানসভা ভোটেই কামারহাটি সিপিএমের হাতছাড়া হয়েছিল। এ বার পুরসভাও হল। কামারহাটি পুরসভার মোট ৩৫টি ওয়ার্ডের মধ্যে ১৮টি
ছিল বামেদের দখলে। বাকি
১৭টি ছিল তৃণমূলের দখলে। এক সিপিএম কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় তাদের কাউন্সিলর সংখ্যা দাঁড়াল ১৮।
কয়েক দিন আগেই তৃণমূল কাউন্সিলররা পুর চেয়ারম্যান সিপিএমের তমাল দে’র অপসারণ চেয়ে চিঠি দেন। ওই চিঠির ভিত্তিতে অনাস্থা নিয়ে এ দিন বৈঠক ডেকেছিলেন তমালবাবু। বৈঠকে তৃণমূলের ১৭ জন এবং আফসানা এলেও বামফ্রন্টের কেউ যাননি। তমালবাবুর বক্তব্য, “প্রাক্তন এক কাউন্সিলরের মৃত্যুর জন্য সকালেই নোটিস দিয়ে বৈঠক বাতিলের কথা জানিয়েছি। তাই কোনও বাম কাউন্সিলর বৈঠকে যাননি।” |