তিনটি পৃথক দুর্ঘটনায় শনিবার দক্ষিণবঙ্গে চার জনের মৃত্যু হয়েছে। আহত সাত জন।
এ দিন ভোরে প্রথম দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, বীরভূমের রামপুরহাট থানার কাছে মাঝখণ্ড মোড়ে। দুর্ঘটনায় এক মহিলা-সহ দু’জনের মৃত্যু হয়েছে। কলকাতা থেকে মৃতদেহ নিয়ে একটি অ্যাম্বুল্যান্সে করে আট জনের দলটি নলহাটিতে ফিরছিলেন। ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে। পুলিশ জানায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের পাশের আসনে থাকা রাজা রামের (২৩)। বাড়ি রামপুরহাটের মাঠপাড়ায়। মৃত্যু হয় অ্যাম্বুল্যান্সের পেছনের আসনে বসে থাকা দীপালি লেটেরও (৫৪)। তাঁর বাড়ি রামপুরহাটেরই চাকাইপুর গ্রামে। ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। আহতদের প্রথমে রামপুরহাট হাসপাতালে ও পরে চার জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অ্যাম্বুল্যান্সটিতে মায়ের মৃতদেহ নিয়ে ফিরছিলেন নলহাটির করিমপুরের বাবলু লেট। কালিদাসী লেট নামে অ্যাম্বুল্যান্সের এক যাত্রী বলেন, “চালক খুব দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। আচমকা গাড়িটি সজোরে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে। গাড়ির পেছনের আসনে বসে থাকা অন্য যাত্রীরা আমার উপরে পড়ে যান। তার পরে কী হয়েছে জানি না।” দুর্ঘটনায় অ্যান্বুল্যান্সটি দুমড়ে মুচড়ে গিয়েছে।
এ দিন সকালে হুগলির আরামবাগে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক মিষ্টি ব্যবসায়ীর। আরামবাগ-তারকেশ্বর রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে মুথাডাঙার কাছে। পুলিশ জানায়, পূর্ণেন্দু ফৌজদার (৪০)। বাড়ি আরামবাগের বাসুদেবপুর মোড়ে। ঘটনায় মৃতের ভাইও আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন দু’ভাই বাইক চেপে রাজমিস্ত্রির খোঁজে বেরিয়েছিলেন। ছোট ভাই পিন্টু ফৌজদার বাইকটি চালাচ্ছিলেন। সাইকেল আরোহীকে বাঁচাতে তিনি ব্রেক কষলে তাঁর দাদা রাস্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা একটি লরি পূর্ণেন্দুবাবুকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লরিটিকে আটক করেছে। এ দিকে, দুপুরে বিয়ের নেমন্তন্ন করতে যাওয়ার পথে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয় এক মোটর বাইক আরোহীর। পুলিশ জানায়, বর্ধমানের কালনার পিয়ারিনগর গ্রামের এসটিকেকে রোডের ওই দুর্ঘটনায় মৃতের নাম সৌমেন ঘোষ (২২)। বাড়ি পূর্বস্থলীর পোঁড়া পাড়ায়। একই ঘটনায় তাঁর সঙ্গী গুরুতর আহত অবস্থায় কালনা হাসপাতালে ভর্তি। অন্য দিকে, শুক্রবার বিকেলে বীরভূমের নলহাটি-মুরারই রাস্তায় ট্রাকের ধাক্কায় প্রদীপ দাস (২৬) নামে এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি নলহাটিরই পাইকপাড়ায়। বাড়ি ফেরার সময় স্থানীয় সাঁওতাল পাড়ার কাছে মুরারইগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। |