গুলিতে নিহত যুবক
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন এক যুবক। তাঁর নাম লিটন ঢালি (৩২)। শুক্রবার রাতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়া স্টেশন সংলগ্ন একটি ফলের দোকানের মালিক লিটন যখন দোকান চালাচ্ছিল, তখন জনা তিনেক দুষ্কৃতী একটি অ্যাম্বুল্যান্সে করে এসে তাঁর দোকান থেকে কয়েক পা দূরে দাঁড়ায়। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময়ে চুঁচুড়া ধান্য গবেষণাগারের গেটের কাছে তাঁকে লক্ষ্য করে সামনে থেকে গুলি চালিয়ে পালায় তাঁরা। স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানায়, লিটনের বিরুদ্ধে আগে থেকেই বেশ কয়েকটি থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে। জেলও খেটেছে সে। দুষ্কৃতীদের সঙ্গে পুরনো বিবাদের জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তাদের অনুমান। |
হাওড়ায় দু’টি নারী নিগ্রহের অভিযোগ |
হাওড়ার গোলাবাড়ি ও বালি এলাকায় একটি যৌন নির্যাতন ও একটি শ্লীলতাহানির অভিযোগ উঠল। দুটিই শনিবার রাতের ঘটনা। তবে গোলাবাড়ি থানা এলাকার যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মহেন্দ্রলাল সাউকে পুলিশ এ দিনই গ্রেফতার করেছে। বালির ঘটনায় রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ সূত্রের খবর, গোলাবাড়ি থানার সালকিয়ার মহেন্দ্র বিশ্বাস লেনের বাসিন্দা ৪৫ বছরের মহেন্দ্রলাল সাউয়ের বাড়িতে বাবা-মা’র সঙ্গে ভাড়া থাকেন এগারো বছরের এক নাবালিকা। অভিযোগ, প্রতিদিনই দুপুরে তাকে লজেন্স দেওয়ার নামে নিজের দোকানে ডেকে নিয়ে যেতেন মহেন্দ্রলাল। বাড়ির নিচেই রয়েছে ওই দোকান। এ দিন দুপুর তিনটে বেজে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় খুঁজতে বেরোন তার মা। তিনি দেখেন মেয়ে দোকানের শাটারের নিচ থেকে বেরোচ্ছে। পুলিশ জানায়, এরপরেই ওই নাবালিকাকে জিজ্ঞাসা করে যৌন নির্যাতনের বিষয়টি জানা যায়। এ দিন রাতে গোলাবাড়ি থানায় ওই নাবালিকার বাবা অভিযোগ দায়ের করলে পুলিশ মহেন্দ্রলালকে গ্রেফতার করে। অন্যদিকে দুই দিন ব্যাপী বেলুড় লালবাবা কলেজের ছাত্র উৎসব চলছিল বালি দেশবন্ধু ক্লাবের মাঠে। এ দিন ছিল শেষ দিন। অভিযোগ, সন্ধ্যা সাতটা নাগাদ প্রথম বর্ষের এক ছাত্রীকে তাঁর এক সহপাঠী সহ আরও কয়েক জন বন্ধু মাঠের পাশের একটা অন্ধকার গলিতে জোর করে নিয়ে যায়। এরপরে ওই যুবকেরা তরুণীটির শ্লীলতাহানির চেষ্টা করে। তখন তিনি চিৎকার করলে ওই যুবকেরা পালিয়ে যায়। পরে বালি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। |
পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রদীপ এবং শাকিলের |
নির্যাতিত, আক্রান্ত ও পুলিশ-প্রশাসনের হেনস্থার শিকার দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে। সেই নির্দেশ মেনেই শনিবার ব্যারাকপুর আদালতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবং এআইসিসি-র সম্পাদক শাকিল আহমেদ খান। আদালতে এ দিন হাজির করা হয়েছিল কংগ্রেস নেতা সম্রাট তপাদার-সহ চার দলীয় কর্মীকে। এ দিনই তাঁরা জামিন পান। সিপিএম কর্মী রাজেন্দ্র রজকের খুনের ঘটনায় অভিযুক্ত ব্যারাকপুরের ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর রমেশ সাউকে শুক্রবার গ্রেফতার করে পুলিশ। সেই গ্রেফতারের প্রতিবাদে সম্রাটবাবু এবং তাঁর অনুগামীরা থানায় বিক্ষোভ দেখান ও বিটি রোড অবরোধ করেন। শুক্রবার রাতেই পুলিশ তাঁদের গ্রেফতার করে। এ দিন তাঁরা জামিনে মুক্ত হওয়ার পরে শাকিল বলেন, “পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। সম্রাট গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলেও পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।” তাঁর আরও অভিযোগ, কোনও প্রমাণ ছাড়াই রমেশকে ধরেছে পুলিশ। এর পর প্রদীপবাবু এবং শাকিল শ্যামনগরের রবীন্দ্র ভবনে দলের কর্মিসভায় যোগ দেন। সেখানে দলীয় কর্মীদের কংগ্রেসের পতাকা হাতে রাজ্য সরকারের দুর্নীতি ও ব্যর্থতার প্রতিবাদে আন্দোলন করার কথা বলেন তাঁরা। |
একটি পুলিশের গাড়ি দু’টি রিকশাকে ধাক্কা মারায় জখম হলেন চার জন। শনিবার, হাওড়ার টিকিয়াপাড়ার কাছে ইস্ট-ওয়েস্ট বাইপাসে। আহতেরা হলেন একটি রিকশার চালক মহম্মদ শাজাহান, সেই রিকশার আরোহী সরস্বতী সামন্ত ও তাঁর পাঁচ বছরের ছেলে তুষার ও অন্য রিকশার আরোহী উত্তমকুমার মেটিয়া। শিশুটি বাদে বাকিরা হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, স্থানীয়দের তাড়ায় গাড়ি ফেলে পালান চালক। পরে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পুলিশ পরিস্থিতি সামলায়। চালকের খোঁজ চলছে। |