|
|
|
|
শৈত্যপ্রবাহের সতর্কতা দিয়েও থিতু হবে না শীত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
উচ্চচাপের বাধা সরতেই শীতের দাপট শুরু হল দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলার জন্য শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। চলতি মরসুমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর আগে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি। সাধারণত, শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি নীচে নেমে গেলেই শৈত্যপ্রবাহ বলা হয়। গত কয়েক দিন উচ্চচাপের বাধায় কিছুটা বেসামাল ছিল ঠান্ডা। জোর ছিল না উত্তুরে হাওয়ারও। বৃহস্পতিবার উচ্চচাপটি দুর্বল হয়ে পড়লে তাপমাত্রা নামতে শুরু করে। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী গণেশকুমার দাস শনিবার জানান, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়ায় আগামী ২৪ ঘণ্টা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বীরভূমের শ্রীনিকেতনে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। একই অবস্থা নদিয়ার কৃষ্ণনগরেও।
কলকাতাতেও চলতি মরসুমে এই প্রথম ১৩ ডিগ্রির নীচে নামল পারদ। হাওয়া অফিস সূত্রের খবর, এ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা এ সময়ের স্বাভাবিক। আজ, রবিবার তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। কুয়াশার দাপট বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। জলপাইগুড়ি, কোচবিহারে রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের উপরে রয়েছে। ওই জেলাগুলিতে আপাতত ঠান্ডার দাপটের সম্ভাবনা দেখছেন না বিজ্ঞানীরা।
তবে দক্ষিণবঙ্গেও শীতের এই দাপট স্থায়ী হবে না বলেই জানাচ্ছেন আবহবিদেরা। হাওয়া অফিসের খবর, রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তা মধ্য ভারতের দিকে সরে আসতে পারে। এর ফলে আগামিকাল, সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন। |
|
|
|
|
|