|
|
|
|
শিকাগো সম্মেলন স্মরণে গঙ্গায় শোভাযাত্রা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
১৮৯৩ সালে শিকাগো সম্মেলন সেরে দক্ষিণ ভারত হয়ে জলপথে বজবজ পৌঁছেছিলেন বিবেকানন্দ। সেই ঘটনার স্মরণে ১৩ জানুয়ারি স্বামীজির জন্ম-সার্ধশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে ৩২টি লঞ্চের কনভয় বজবজ থেকে বেলুড় যাবে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘বিবেক গঙ্গা পরিক্রমা’। স্বামীজির জীবন ও বাণী প্রচারে ওই অভিনব জলযানের আয়োজন করছে রামকৃষ্ণ মিশন। শনিবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ এ কথা জানান। তিনি জানান, ১২ জানুয়ারি স্বামীজির জন্ম দিনটি জাতীয় যুব দিবস হিসেবে আগেই চিহ্নিত করেছে কেন্দ্র। দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তা পালন করা হবে।
যদিও সমাপ্তি পর্বের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। সূচনা করবেন মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দ। এর পর ১০ দিন বেলুড় মঠে হবে ভক্ত সম্মেলন। অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক আলোচনা সভা ও যুব সম্মেলনও। মঠ-মিশনের সহ-সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, এম কে নারায়ণন, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অমিত মিত্র, ছত্তীসগঢ়ের রাজ্যপাল শেখর দত্ত-সহ আরও অনেকে থাকবেন বিভিন্ন দিনে। ওই সময় দেশ-বিদেশের প্রায় ১৫ হাজার ভক্ত বেলুড় মঠে সমবেত হবেন বলে জানান মিশন কর্তৃপক্ষ। ৩০ জানুয়ারি বিকেলে যুব সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। স্বামী সুবীরানন্দ জানান, সমাপ্তি উৎসবে নিরাপত্তার কারণে ২৫, ২৯ ও ৩০ জানুয়ারি বেলুড় মঠে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হবে।
বেলুড় মঠের ম্যানেজার স্বামী গিরিশানন্দ জানান, পাশ্চাত্যদেশে বিবেকানন্দের জয়যাত্রার স্মরণে ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় বজবজ থেকে জলযানের ওই কনভয়ের সূচনা করবেন মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ। জলযানের মধ্যেই শ্রীরামকৃষ্ণ, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দর আলোকচিত্র থাকবে। সন্ন্যাসী ও ভক্ত মিলিয়ে প্রায় ষোলশো জন থাকবেন যাত্রাপথে। বজবজ থেকে জলযানের কনভয় শিবপুর, হাওড়া, বাগবাজার, দক্ষিণেশ্বর, পানিহাটি, খড়দহ ঘুরে বেলুড় মঠে এসে যাত্রা শেষ করবে। বিভিন্ন ঘাটেও ভক্ত সমাবেশ হবে বলে জানানো হয়েছে। মিশন সূত্রে জানানো হয়, বেলুড় মঠে বিবেক গঙ্গা পরিক্রমার সমাপ্তি পর্বে হাজির থাকবেন মঠ ও মিশনের আর এক ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ।
স্বামী সুবীরানন্দ জানান, বিবেকানন্দকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করতে আগেই উদ্যোগ নিয়েছিল মিশন। সম্প্রতি কেন্দ্রের অনুমোদন মিলেছে। চিত্র পরিচালক গৌতম ঘোষ ওই তথ্যচিত্র পরিচালনা করবেন। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় ওই তথ্যচিত্র প্রযোজনার দায়িত্ব নিচ্ছে এনএফডিসি। সহ-প্রযোজনায় রামকৃষ্ণ মঠ ও মিশন এবং কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দফতর। |
|
|
|
|
|