|
|
|
|
শুমাখারের অবস্থার উন্নতি নিয়ে জল্পনা
সংবাদ সংস্থা • গ্রেনোবেল, (ফ্রান্স) |
একে একে কেটে গিয়েছে ছ’দিন। কিন্তু সাত বারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখারের শারীরিক অবস্থা কেমন তা নিয়ে ধোঁয়াশায় ভক্তেরা। বৃহস্পতিবার থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও তথ্য দিচ্ছেন না গ্রেনোবেল (যে হাসপাতালে শুমাখার চিকিৎসাধীন)-এর চিকিৎসকেরা। এর মধ্যেই টুইটারে একটা মেসেজ ছড়িয়ে পড়ে। সেখানে শুমাখারের বন্ধু এবং প্রাক্তন ফর্মুলা ওয়ান চালক ফিলিপ স্ট্রেইফকে উদ্ধৃত করে লেখা ছিল, মৃত্যুভয় কেটে গিয়েছে শুমাখারের। তবে তাঁর অবস্থা এখনও উদ্বেগজনক।”
এই মেসেজ নিয়ে হইচই শুরু হলে শেষে শুমাখারের পরিবারের তরফে বিবৃতি দেওয়া হয়। তাতে জানানো হয়, এ রকম কোনও তথ্য তাঁদের কাছে নেই। হাসপাতালের চিকিৎসকেরাও এ রকম কোনও খবর তাঁদের জানাননি। হাসপাতালের বাইরে আর কোনও সূত্রের খবর বিশ্বাস না করতেও অনুরোধ জানানো হয় ওই বিবৃতিতে। পরে ফিলিপ জানান যে, তিনি নিজে চিকিৎসক নন। তবে শুমাখার ঘনিষ্ঠ এক শল্যচিকিৎসকের কথা শুনেই এ রকম মনে হয়েছিল। শুমাখারের ম্যানেজার সাবাইন কেহম পরে জানান, চিকিৎসকেরা সোমবারের আগে শুমাখারের শারীরিক অবস্থা নিয়ে কিছু বলবেন না।
তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, এখনও জ্ঞান ফেরেনি শুমাখারের। গত রবিবার আল্পসে স্কি করতে গিয়ে মাথায় আঘাত পান তিনি। দু’বার অস্ত্রোপচার হয়ে গিয়েছে তাঁর। এখনও কৃত্রিম কোমায় রাখা হয়েছে তাঁকে। শুক্রবার শুমাখারের ৪৫তম জন্মদিন উপলক্ষে সকাল থেকেই হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন অসংখ্য ভক্ত। আজ সে প্রসঙ্গে শুমাখারের পরিবারের তরফে বলা হয়েছে, “দেশ-বিদেশে সবাই যে ভাবে শুমির আরোগ্য প্রার্থনা করেছেন, তাতে আমরা অভিভূত।”
এর মধ্যেই দুর্ঘটনার সময়ে যে হেলমেট পরেছিলেন শুমাখার, তাতে লাগানো ক্যামেরাটি শনিবার তদন্তকারী অফিসারদের হাতে তুলে দেয় তাঁর পরিবার। পাথরে আঘাত লেগে সে দিন শুমাখারের হেলমেট দু’টুকরো হয়ে গিয়েছিল। প্রথমে মনে করা হয়েছিল এর ফলে হেলমেটে লাগানো ক্যামেরাটিও নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু পরে তা থেকেই বেশ কিছু ফুটেজ মেলে। সে দিন ঠিক কী হয়েছিল জানতে ঘটনার প্রত্যক্ষদর্শী শুমাখারের ১৪ বছরের ছেলে মিক আর তার বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করেছেন অফিসারেরা। |
পুরনো খবর: কোমাতেই জন্মদিন কাটালেন শুমাখার |
|
|
|
|
|