আসবেন রাষ্ট্রপতি, প্রস্তুতি তুঙ্গে চাঁচলে
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
১০ জানুয়ারি মালদহের চাঁচলে আসার কথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ১২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে রাষ্ট্রপতির আগমনকে ঘিরে শহরের সর্বস্তরেই প্রস্তুতি তুঙ্গে। রাষ্ট্রপতি আসার আগে থেকেই শুক্রবার থেকেই নানা ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে কার্যত উৎসব শুরু হয়ে গিয়েছে। উৎবের অঙ্গ হিসেবে এ দিন কবাডি ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রাষ্ট্রপতির আগমনকে ঘিরে এ দিন চাঁচলে এসে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেন ডিরেক্টরেট অফ সিকিউরিটিজের কর্তারা। জেলা পুলিশ সুপার-সহ ওই নিরাপত্তা অফিসারদের সঙ্গে ছিলেন জেলা পূর্ত দফতর, স্বাস্থ্য দফতর, দমকল সহ একাধিক বিভাগের ৪০টি গাড়ির কনভয়। সব মিলিয়ে রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সাজো সাজো রব চাঁচলের সব মহলেই। |
ফের যুবকের দেহ উদ্ধার রায়গঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জে যুবক খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ফের এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার বিকেলে রায়গঞ্জের কান্তনগর এলাকার কুলিক নদীর জল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম অসিত সাহা (২৮)। বাড়ি রায়গঞ্জের বন্দর শশ্মানকলোনি এলাকায়। তিনি মায়ের সঙ্গে স্থানীয় মোহনবাটি এলাকায় চায়ের দোকান করতেন বলে পুলিশ জানিয়েছে। গত ৩০ ডিসেম্বর বিকালে প্রতিবেশি মৃত এক বৃদ্ধার সৎকার করতে বন্ধুদের সঙ্গে বাড়ি লাগোয়া শ্মশানে গিয়ে নিখোঁজ হন অসিতবাবু। পরদিন পরিবারের তরফে রায়গঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশের দাবি, নদীতে স্নান করতে নেমে জলে ডুবে অসিতবাবুর মৃত্যু হতে পারে। যদিও পরিজনদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। |
উন্নয়ন পরিষেবায় উত্তরে প্রথম দক্ষিণ দিনাজপুর |
উন্নয়ন পরিষেবার কাজে উত্তরবঙ্গে প্রথম স্থান পেল দক্ষিণ দিনাজপুর জেলা। কলকাতা বাদে রাজ্যে ১৮টি জেলার মধ্যে দক্ষিণ দিনাজপুরের স্থান চতুর্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে গত ২০ ডিসেম্বর কলকাতার টাউন হলে জেলা ভিত্তিক রিপোর্ট কার্ড প্রকাশ হয়। তাতে মোট ৭টি সরকারি প্রকল্পে মানুষের কাছে উন্নয়ন পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর নজর কেড়েছে। শুক্রবার জেলাশাসক তাপস চৌধুরী বলেন, “২০১৩-১৪ অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত কাজের নিরিখে এই জেলা উত্তরবঙ্গে সবার উপরে রয়েছে। রাজ্যের জেলাগুলির নিরিখে এ জেলার স্থান চতুর্থ। তবে এতে আত্মসন্তুষ্টির অবকাশ নেই। আরও অনেক কাজ বাকি।” মানুষের কাছে উন্নয়নের পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ জেলার সাফল্যের বিষয়ে স্থানীয় বিধায়ক তথা পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী বলেন, “প্রতিমাসে দুবার করে পঞ্চায়েত প্রতিনিধি, বিধায়ক ও আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়। সকলের মিলিত উদ্যোগে উন্নয়ন পরিষেবা আরও বেশি করে উপভোক্তাদের পৌঁছে দেওয়ার লক্ষ নেওয়া হয়েছে।” প্রশাসন সূত্রের খবর, উচ্চ এবং প্রাথমিক স্তরে পড়ুয়া ভর্তির ক্ষেত্রে রাজ্যে প্রথম দক্ষিণ দিনাজপুর। গীতাঞ্জলি প্রকল্পে গৃহ নির্মাণে রাজ্যের মধ্যে এ জেলা দ্বিতীয়। মুখ্যমন্ত্রীর দফতর থেকে রাজ্যের সবগুলি জেলার ১০০দিনের প্রকল্প, কিসান ক্রেডিট কার্ড বিলি, সরকারি চিকিৎসা কেন্দ্রে প্রসবের প্রবণতা বৃদ্ধি, মা ও শিশুর পুষ্টি, গীতাঞ্জলি প্রকল্পে বাড়ি তৈরি এবং পাট্টা বিলির মত ৭টি উন্নয়নমুলক পরিষেবা পৌঁছনোর কাজের গতি যাচাই করা হয়। এরপর মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত রিপোর্ট কার্ডের নম্বর অনুযায়ী রাজ্যে প্রথম স্থানে থাকে নদিয়া। দ্বিতীয় বীরভুম এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। চতুর্থ স্থানে দক্ষিণ দিনাজপুর। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ের অবস্থান অষ্টম। একাদশ স্থানে জলপাইগুড়ি। সবার নীচে রয়েছে মালদহ জেলা। |
গর্ভবতী বধূকে বেধড়ক মারধর করে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কোচবিহার কোতোয়ালি থানার আক্রারহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতার নাম পুষ্প মোদক (২০)। শুক্রবার মৃতার বাবা পুলিশে মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি-সহ ৬ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। মৃতার শ্বশুর কুমোদ মোদককে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “খুনের মামলা রুজু করে তদন্ত হচ্ছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজা হচ্ছে।” পুলিশ জানায়, দু’বছর আগে পুন্ডিবাড়ির বাসিন্দা অধীর সরকারের মেয়ে পুষ্প’র সঙ্গে আক্রারহাটের বাসিন্দা তরুণ মোদকের বিয়ে হয়। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে পণের দাবিতে মৃতার উপর অত্যাচার চালানো হত। বৃহস্পতিবার রাতে মারধর করে তাঁর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। |
বাড়ি থেকে এক নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটে কালচিনি থানার হ্যামিল্টনগঞ্জের ট্রলি লাইনে। পুলিশ জানায়, মৃতের নাম কাজল লোহারা (১৬)। এ দিন সকালে নিজের ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। একটি অস্বাভাবিক মৃতুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। |
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে চোপড়া থানার নতুন হাট এলাকা থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে তারা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুশীল মন্ডল (৪৮)। |