টুকরো খবর
ফের সিপিএম কাউন্সিলর তৃণমূলে, বাম বোর্ড বিপন্ন
লোকসভা ভোটের আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ফের একটি পুরসভা হাতছাড়া হতে চলেছে বামেদের। মাত্র এক আসনের ব্যবধানে বামেদের হাতে থাকা কামারহাটি পুরসভার এক সিপিএম কাউন্সিলর শুক্রবার সন্ধ্যায় যোগ দিলেন তৃণমূলে। কিছু দিন আগেই হালিশহর পুরসভায় কাউন্সিলর ভাঙিয়ে বামেদের হাত থেকে বোর্ডের দখল নিয়েছিল তৃণমূল। নৈহাটিতে পুরবোর্ড এখনও থাকলেও দুই সিপিএম কাউন্সিলর সম্প্রতি তৃণমূলে গিয়েছেন। উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলে কামারহাটি ও উত্তর দমদম পুরসভা কী করে এখনও বামেদের হাতে রয়ে গিয়েছে, তা নিয়ে রাজনৈতিক শিবিরে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল! শেষ পর্যন্ত কামারহাটি বেহাত হতে চলেছে বামেদের। পানিহাটি পুরসভা দু’মাস আগেই জিতে নিয়েছে তৃণমূল। কামারহাটির ৩৫টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ছিল বামেদের এবং ১৭টি তৃণমূলের। কামারহাটি পুরসভার সামনে এ দিন সন্ধ্যায় এক সভায় স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী মদন মিত্রের উপস্থিতিতে ৭ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর তথা চেয়ারম্যান পারিষদ আফসানা খাতুন তৃণমূলে যোগ দিয়েছেন। আফসানার দাবি, “পুরবোর্ড সহযোগিতা করছিল না। রাজ্যের সরকার অগ্রগতি চাইছে। কাজ করতে চাই বলেই দল বদল করলাম।” মন্ত্রী মদনবাবুর দাবি, “রাজ্যে উন্নয়নের জোয়ার দেখে সিপিএম ও কংগ্রেস পিছু হঠছে। আমরা কাউকে জোর করিনি। নইলে এত দিন বামফ্রন্টের বোর্ড টিকত না!” কামারহাটিতে আরও অনেকেই তৃণমূলে যোগ দেবেন বলে মদনবাবু দাবি করেছেন। স্থানীয় সিপিএম নেতৃত্ব বা বাম কাউন্সিলরেরা কেউ অবশ্য মুখ খোলেননি।

মমতার দাওয়াই
সারা দিনের ধকল শেষে টিভি সিরিয়াল দেখার দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “দিনের শেষে সিরিয়ালই ভাল। অনেক সামাজিক স্টোরি পাই তাতে।” শুক্রবার সন্ধ্যায় সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের টেলি অ্যাকাডেমি-র পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী।
মায়ানগরীতে স্বাগত

রাজ্য সরকারের টেলি অ্যাকাডেমির অনুষ্ঠান-মঞ্চে মুখ্যমন্ত্রীর
পদার্পণ। শুক্রবার, সায়েন্স সিটিতে। ছবি: সুদীপ আচার্য।
টিভি-র নবীন-প্রবীণ কুশীলবদের সম্মাননার ফাঁকে বারুইপুরে টেলি শ্যুটিংয়ের জন্য ছ’একর জমি দেবে রাজ্য সরকার। এ ছাড়া টিভি-র কলাকুশলীদের জন্য মেডিক্লেম চালুর কথাও ঘোষণা করেছেন মমতা।

বিবেকানন্দ জয়ন্তী
স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মিশনের শিক্ষাপ্রাঙ্গণে ১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠান চলবে। বেলা একটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মেলার পাশাপাশি বিজ্ঞান প্রদর্শনী, আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।

সেরার পুরস্কার রানিগঞ্জকে
শহরাঞ্চলের মধ্যে এ বার রাজ্যের সেরা থানার পুরস্কার পাচ্ছে রানিগঞ্জ থানা। আগামী ৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থানা কর্তৃপক্ষের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার কথা। রানিগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সব থানাগুলিকে নিয়ে ভাল প্রশাসন, অপরাধের নথি সংরক্ষণ, জনগণের সঙ্গে সম্পর্ক, সামাজিক কাজে পুলিশের ভূমিকা, থানার অভ্যন্তরীণ ও বাইরের প্রশাসন, পরিষ্কার থানা চত্বর, থানায় সৌন্দর্যায়ন, পুলিশ কর্মীদের উন্নয়ন কর্মসূচি-সহ ৩৫ টি বিষয়ে মোট ৫৫০ নম্বরের পরীক্ষা হয়েছিল। চূড়ান্ত পর্বে রানিগঞ্জ-সহ আটটি থানার নাম ছিল। চূড়ান্ত বিচারে রানিগঞ্জকে সেরার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানিগঞ্জ থানার এক আধিকারিক বলেন, অক্টোবর মাসে বিচারক কমিটির পক্ষে এডিজি অরুণকুমার গুপ্ত, আইজি বিনয় চক্রবর্তী এবং ডিআইজি কল্যকুমার মল্লিক থানা পরিদর্শনে এসেছিলেন। এর আগে ২০০৭ সালে অন্ডাল থানা এই পুরস্কার পেয়েছিল।

সারদা মামলায় ফের পিছোল সাক্ষ্যগ্রহণ
সারদা কাণ্ডে তৃতীয় সাক্ষী অর্পিতা ঘোষ অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ আগেই এক দফা পিছিয়ে গিয়েছিল। সরকার পক্ষ অতিরিক্ত চার্জশিট পেশ করায় শুক্রবার চতুর্থ সাক্ষীর সাক্ষ্যগ্রহণও পিছিয়ে গেল। সারদার কর্মীদের বেতন না-দেওয়া ও প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা না-করার অভিযোগে দু’টি মামলাকে একত্র করে বিচার চলছে বিধাননগর আদালতে। বিশেষ সরকারি কৌঁসুলি শেখর চক্রবর্তী জানান, অতিরিক্ত চার্জশিটে সারদার অধীন একটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মূল অভিযুক্ত, সারদার কর্ণধার সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, নতুন কোনও তথ্য ছাড়াই অতিরিক্ত চার্জশিট পেশ করা হয়েছে। সে-জন্য সরকার পক্ষ পুরনো কয়েক জন সাক্ষীর নতুন বয়ান নিয়েছে। এটা আইনত করা যায় না। সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দিতেই এই কৌশল। সরকারি আইনজীবীর দাবি, তাঁরা আইন মোতাবেক কাজ করছেন। বিচারক অপূর্বকুমার ঘোষ সাক্ষ্যগ্রহণ স্থগিত করে দিয়ে ২৯ জানুয়ারি অতিরিক্ত চার্জশিট নিয়ে শুনানির দিন ধার্য করেন।

পুরনো খবর:
চাষিদের গোলা ও গাড়িতে ভর্তুকি
পাইলট প্রকল্প হিসেবে চার জেলায় শস্যগোলার জন্য ভর্তুকি দেওয়া শুরু হয়েছিল আগেই। প্রকল্প লাভজনক হওয়ায় তার সীমা বাড়াচ্ছে কৃষি বিপণন দফতর। চাষিরা নিজেরাই যাতে পাইকারি বাজারে ফসল নিয়ে যেতে পারেন, তার জন্য হাতগাড়ি কিনতেও ভর্তুকি মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে পুরো বিষয়টি অনুমোদিত হয়। ফিরহাদ হাকিম জানান, প্রকল্পের নাম ‘আমার ফসল, আমার গোলা এবং আমার ফসল, আমার গাড়ি’। বাড়ির দাওয়ায় অস্থায়ী ও ছোট শস্যগোলা (মরাই) তৈরির জন্য ছ’হাজার টাকা ভর্তুকি মিলবে। তার চেয়ে বড় ও স্থায়ী গোলার জন্য ভর্তুকি ১২ হাজার টাকা। পেঁয়াজের গোলার জন্য ভর্তুকি ২৫ হাজার টাকা।

কফিতে বেহুঁশ, যাত্রীর সর্বস্ব লুঠ
ট্রেনে কথা বলতে-বলতে বন্ধুত্ব। তারপর কফি। আর কিছু মনে নেই খড়্গপুর আইআইটিতে গবেষণারত অরুণ কুমারের। শুক্রবার সকালে খড়্গপুর স্টেশনে নিউদিল্লি-হাওড়া নীলাচল এক্সপ্রেস থেকে বিহারের নালন্দার বাসিন্দা অরুণকে বেহুঁশ অবস্থায় উদ্ধার করে রেল পুলিশ। মানিক শ্যামল নামে বেলদার এক বাসিন্দাও বেহুঁশ হয়ে পড়েছিলেন পাশে। দু’জনেরই মোবাইল, নগদ টাকা, কাগজপত্র-সহ সর্বস্ব লুঠ করে পালিয়েছে ‘পথের সঙ্গীরা’। মানিক জানান, পথে বন্ধুত্ব জমায় চার যুবক। মোগলসরাই কফি খাওয়ায় তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.