লাইনচ্যুত ট্রেন
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
জঙ্গলের মধ্যে লাইনচ্যুত হল একটি লোকাল ট্রেন। শুক্রবার রাতে বিষ্ণুপুর ও পিয়ারডোবা স্টেশনের মাঝে ভালুকা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। লাইনচ্যুত হয় আদ্রা-গড়বেতা প্যাসেঞ্জার ট্রেন। তবে কেউ আহত হননি বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। বিষ্ণুপুরের স্টেশন ম্যানেজার দীপক ভদ্র বলেন, “ওই ট্রেনে গড়বেতা ও পিয়ারডোবার অল্প কয়েকজন যাত্রী ছিলেন। একটি কামরা লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আঘাত পাননি।” তিনি জানান, আটকে পড়া যাত্রীরা গ্রামবাসীদের সাহায্যে ট্র্যাক্টরে অনেকেই পিয়ারডোবা চলে যান। আটকে পড়া অন্য যাত্রীদের হাওয়া-পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনে তুলে বিষ্ণুপুরে নিয়ে আসা হচ্ছে। এ জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। ট্রেনটি বিষ্ণুপুর স্টেশন ছেড়ে পিয়ারডোবা রওনা হওয়ার পরে ৭টা ৩৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিপদে পড়েছেন ভেবে যাত্রীরা চিৎকার শুরু করে দেন। ছুটে যান স্থানীয় বাসিন্দারা। এর পরে ট্রেন থেকে যাত্রীরা নেমে পড়েন। এ দিন বেজায় ঠান্ডা পড়ায় যাত্রীরা কষ্ট পান। খবর পেয়ে রেল বিষ্ণুপুর হাসপাতালে থেকে দু’টি অ্যাম্বুল্যান্স পাঠান। স্টেশন ম্যানেজার বলেন, “কী কারণে দুর্ঘটনা ঘটল জানি না। কর্মীরা লাইন পরীক্ষা করছেন।”
|
চালু হল কমিউনিটি হল
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
কম খরচে গরিব মানুষদের ব্যবহারের জন্য তিনটি কমিউনিটি চালু হল বড়জোড়ায়। বিষ্ণুপুর কেন্দ্রের সাংসদ সুস্মিতা বাউরির সাংসদ তহবিল থেকে ওই কমিউনিটি হলগুলি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার এই তিন হলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বড়জোড়ার বিডিও ইস্তেয়াক আহমেদ খান, সিপিএমের প্রাক্তন সাংসদ সুনীল খাঁ প্রমুখ। তিনটি কমিউনিটি হলের মধ্যে দুটি হয়েছে বড়জোড়ার মালিয়াড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাকি একটি তৈরি হয়েছে ঘুটগোড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। হলগুলি পরিচালনার করার দায়িত্ব দেওয়ার হয়েছে এলাকার তিনটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে। এলাকার দরিদ্র মানুষ কম খরচেই ওই হলঘরে বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশনের মতো অনুষ্ঠান করতে পারবেন। হলগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়ে গেলে এলাকার ছেলেমেয়েরা বিনা খরচায় সেখানে পড়াশুনা করার সুযোগ পাবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন।
|
পুরুলিয়ায় ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
সৈনিক স্কুল ময়দানে হয়ে গেল ৩১তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সম্প্রতি দু’দিনের ওই ক্রীড়া অনুষ্ঠানে প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছিল। এর সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে শৃঙ্খলা ভীষণ ভাবে দরকার বলে মন্ত্রী উল্লেখ করেন। উত্তর ২৪ পরগনার বাণীপুরে রাজ্য সরকার স্কুল স্পোর্টস অ্যাকাডেমি গড়তে চায় বলে তিনি জানিয়েছেন।
|
বাস থামিয়ে চোলাই আটক ইন্দাসে, ধৃত ৫ |
ছোট জ্যারিকেনে চোলাই মদ নিয়ে বাসে যাচ্ছিলেন কয়েকজন। সেই খবর পেয়ে রাস্তায় বাস থামিয়ে চোলাই-সহ পাঁচজনকে হাতেনাতে ধরলেন ইন্দাসের বিডিও এবং থানার ওসি। ইন্দাসের কুমরুল এলাকায় শুক্রবার সকালের ঘটনা। ওই ঘটনায় ধৃত পাঁচজনের মধ্যে দু’জন মহিলা। তাঁদের বাড়ি পাত্রসায়র থানার বিউর গ্রামে। এ দিন বিষ্ণুপুর আদালতে তাদের তোলা হলে দুই মহিলার জামিনের আবেদন বিচারক মঞ্জুর করেন। তাদের তিন পুরুষ সঙ্গীর চার দিন জেলহাজত হয়। ইন্দাসের বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায় বলেন, “বাঁকুড়া থেকে সেহারাবাজার রুটের একটি বেসরকারি বাসে চোলাই নিয়ে যাওয়া হচ্ছে বলে আমাদের কাছে খবর আসে। সেই খবরের ভিত্তিতে এ দিন সকাল ৬টা নাগাদ ইন্দাস-রসুলপুর রাস্তার কুমরুল মোড়ে থানার ওসি শুভাশিস হালদারকে নিয়ে যাই। বাসের ভিতরে চোলাই ভর্তি জ্যারিকেন নিয়ে ওই পাঁচজন বসেছিলেন। সেখান থেকে তাদের ধরা হয়।” তিনি জানান, ধৃতদের কাছে থেকে ১০৫ লিটার চোলাই মদ পাওয়া গিয়েছে। পরে আবগারি দফতর ও পুলিশকে সঙ্গে নিয়ে ইন্দাসের জাগলদ্বীপ ও সহিসনাড়া এলাকায় অভিযান চালায় প্রশাসন। সেখান থেকেও প্রায় ১০০ লিটার চোলাই আটক করা হয়েছে।
|
ইন্দাসে ক্রিকেট টুর্নামেন্ট |
ইন্দাস টুর্নামেন্ট কমিটি আয়োজিত বিশ্বজিৎ সিংহদেব স্মৃতি ট্রফি নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দুর্গাপুর ক্রিকেট ক্লাব। সম্প্রতি ইন্দাস হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ হয়। দুর্গাপুর ক্রিকেট ক্লাব ৩৭ রানে পুরুলিয়া নডিহা জিমন্যাসটিক্স অ্যাসোশিয়েশনকে হারায়। প্রথমে ব্যাট করে দুর্গাপুর ২৫ ওভারে ২১১ রান তোলে। জবাবে পুরুলিয়া ১৭৪ রানে অল আউট হয়ে যায়। দুর্গাপুরের উৎসব কুমার দাস ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। প্রতিযোগিতায় আটটি দল যোগ দিয়েছিল।
|
হিড়বাঁধের নিশ্চিন্তপুর জুনিয়র হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল শুক্রবার। স্কুলের প্রধান শিক্ষক সপ্তজ্যোতি বেরা জানান, স্কুলের শতাধিক পড়ুয়া কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীতের পাশাপাশি ‘ভূষণ্ডির মাঠ’ ও ‘জয় মা দুর্গা’ নামে দু’টি নাটক মূকাভিনয়ের মাধ্যমে তুলে ধরেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পড়ুয়াদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। |